ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১৬-১২-২০২৫ রাত ১০:১৫

ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ (এমজেসিএল) এবার তৃতীয় সিজনে শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিযোগিতা হবে জমজমাট আকারে।

 


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে হোসেফ টাওয়ারের রাজবাড়ী কুইজিন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের থিম সং ‘চলো মাঠে নামি’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলাম কণ্ঠ দিয়েছেন এই থিম সংয়ে। সংলাপ লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনা করেছেন এ আর জনি ও তানভীর ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন মাসুম জয়।
ডিআরএফ-এর আহ্বায়ক তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, খেলাধুলার চর্চা এবং পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ক্রিকেট লিগের আয়োজন।” যুগ্ন আহ্বায়ক আলী আজগর ইমন বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদের পেশাদার কাজের পাশাপাশি নিজের ফিটনেস বজায় রাখতে খেলাধুলা ও বিনোদনেরও গুরুত্ব দেয়।” এছাড়াও উপস্থিত ছিলেন ডিজিটাল রিপোর্টার্স ফোরামের সদস্য রিয়াজউদ্দিন আহমেদ, ইসমাইল সিরাজী ও মাসুম জয়।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল, যার মধ্যে রয়েছে মেহেদী হাসান রনির মেঘনা ভিক্টোরিয়ান, শুভ খানের পদ্মা ফাইটার্স, আনোয়ার হোসেনের এএস ওরিয়রস, অমৃত মলঙ্গীর কন্টেন্ট কিংস, মারুফ সরকারের ডিজিটাল ডাইনামাস, আফতাব শুভর ভিক্টোরি ফাইটার্স, তরুন বেগীর রয়েল ভিক্টোরিয়ানস এবং সাফিন মোল্লার বিআরপিএস রাইজিং স্টার। সংবাদ সম্মেলনে আট দলের অধিনায়ক পরিচয় এবং দলের জার্সি একযোগে উন্মোচন করা হয়।
এবারের টুর্নামেন্ট ১৭ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর দুপুর ২টায়।
ডিআরএফ-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, থিম সং ‘চলো মাঠে নামি’ লিগের বন্ধন ও উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করবে।

আবিদ রহমান / আবিদ রহমান

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা

আইপিএল নিলাম নিয়ে যা জানা দরকার

লন্ড‌নে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় ফুয়াদের কৃতিত্ব

ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টের একাদশে পরিবর্তন

ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর

আর্সেনালকে চাপে রাখল ম্যানসিটি

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

১০ মিনিটও মাঠে থাকলেন না মেসি, ভাঙচুর চালালেন কলকাতার ক্ষুব্ধ সমর্থকরা

মেসিকে দেখতে ‘হানিমুন বাতিল’, ভক্তদের আবেগ নিয়ে খেলার অভিযোগ!

দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ

৭ জন বাইরে, এমবাপেসহ আরও পাঁচ জন শঙ্কায়