কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’
ক্রিসমাসের আগে নিজেই নিজেকে পুরস্কৃত করলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বুন্দেসলিগায় শততম গোলে অবদান রেখে ইতিহাস গড়লেন।
গতকাল (রোববার) হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলে জিতে শীর্ষস্থান সুসংহত করেছে বায়ার্ন। ৯ পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে তারা। এই ম্যাচে প্রথমবার ক্লাবের নেতৃত্ব পান কেইন। বড় ব্যবধানে জয়ের পথে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। প্রথমার্ধে জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিসে জাল কাঁপান। কেইনের আগে ৮৬ মিনিটে স্কোর ৩-০ করেন লুইস দিয়াজ।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে কেইন ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন। জার্মান লিগে করেছেন ১৯তম গোল। বায়ার্নের হয়ে ৮১তম লিগ গোলে অনন্য এক রেকর্ড হলো ৩২ বছর বয়সীর। জার্মান লিগে তার অ্যাসিস্ট ১৯টি। মানে বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান তার। জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের অবদানে সেঞ্চুরি করলেন তিনি।
ইংল্যান্ড অধিনায়ক এই রেকর্ড গড়েছেন মাত্র ৭৮ ম্যাচ খেলে। আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম খেলে এই কীর্তি কেইনের। নেদারল্যান্ডস কিংবদন্তি ১০০ গোলে অবদান রাখতে পেরেছিলেন ১১৯ ম্যাচ খেলে।
ম্যাচ শেষে কেইন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান, ‘সবার উপরে থেকে বছর শেষ। নতুন বছর শুরুর আগে দুর্দান্ত পারফরম্যান্স। শীতের ছুটিতে প্রাণবন্ত হওয়ার সময় এবং ২০২৬ সালে আবার মাঠে নামার অপেক্ষায়।’
Aminur / Aminur
কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’
৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ
৯ জনের দলকে হারিয়ে শীর্ষ পাঁচে লিভারপুল
রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে
অস্থিরতার মাঝে নির্ধারিত সময়ে বিপিএল হওয়া নিয়ে যা বলছে বিসিবি
ক্ষমা চেয়েছেন সালাহ
ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
কনওয়ের ২২৭, নিউজিল্যান্ডকে ছেড়ে না দেওয়ার ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের
মেসি-ইয়ামালের প্রথম লড়াইয়ের সূচি, ভেন্যু চূড়ান্ত
এমবাপের জোড়া গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল
গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি