ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ১:৫৫

কয়েক মাস ধরে অ্যাশেজের প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। তার ছিটেফোঁটাও দেখা যায়নি তাদের পারফরম্যান্সে। ১১ দিন খেলেই হেরে গেছে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের এমন অসহায় আত্মসমর্পণের পর সিরিজের মাঝে বেড়াতে যাওয়া এবং অতিরিক্ত মদ্যপানের মতো মাঠের বাইরের কিছু ঘটনা অস্ট্রেলিয়ান গণমাধ্যমে উঠে এসেছে। এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি।

অ্যাশেজের শুরুতেই হেলমেট ছাড়া ই-বাইক চালিয়ে পুলিশি ঝামেলায় পড়েন বেন স্টোকসহ তিন ক্রিকেটার। তারপর অস্ট্রেলিয়ান মিডিয়ার খবর- তৃতীয় টেস্টের আগে চার দিনের জন্য নুসায় ঘুরতে গিয়েছিলেন সফরকারী দলের ক্রিকেটাররা। সেখানে পার্টিতে অতিরিক্ত মদ্যপান করেন হ্যারি ব্রুক, স্টোকসরা।

অ্যাডিলেডে তৃতীয় ম্যাচে ৮২ রানে হেরে যাওয়ার আগে চার দিনের ‘মিড সিরিজ ব্রেক’ নিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। নুসায় ছুটি কাটাতে গিয়ে নাকি অতিরিক্ত মদ্যপান করেন তারা, এমনটাই অভিযোগ। এনিয়ে কি বললেন, ‘লোকেরা বলছে যে আমাদের খেলোয়াড়রা বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছে, সত্যিই তেমন কিছু হলে আমরা বিষয়টা খতিয়ে দেখব। আন্তর্জাতিক ক্রিকেট টিমের খেলোয়াড়দের অতিরিক্ত মদ্যপান করা কখনোই উচিত নয়। তাই সেখানে যা ঘটেছে, সেটা এড়িয়ে যাওয়া দোষের হবে। তবে আমি যতটা জানি, খেলোয়াড়রা খুব ভালো আচরণই করেছে।’

ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই রব কির। তবে মদ্যপানের ‘সংস্কৃতি’ বিরোধী তিনি। অতীতে মদ্যপান নিয়ে হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল বলে জানালেন রব। নিউজিল্যান্ড সিরিজের আগে ঘটা ওই ঘটনা ফের ঘটলে গোটা দলকেই জবাবদিহি করতে হবে বলে জানানো হয়েছিল।

তখন ব্রুকদের কেবল সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবারো অ্যাশেজ সিরিজের মধ্যে একইরকম ঘটনা ঘটার অভিযোগ ওঠায় ক্ষুব্ধ কি, ‘ডিনারের পর এক গ্লাস ওয়াইন খেলোয়াড়রা খাবে, এটা আমার কাছে ব্যাপার না। কিন্তু তার চেয়ে বেশি কিছু সত্যিই অদ্ভুত।’

এমএসএম / এমএসএম

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!