ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৭:৫১

বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ এখন সৌদি আরবের লোহিত সাগর তীরে একটি বিলাসবহুল দ্বীপে নিজেদের দুটি ভিলা কিনেছেন। তারা যুক্ত হয়েছেন সৌদির অন্যতম এক প্রমুখ রিসোর্ট প্রকল্প ‘রেড সি রেসিডেন্স’-এ যা ইতিমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
রেড সি ইন্টারন্যাশনাল প্রকল্পের অংশ হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের কেনা এই ভিলাগুলো একটি ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা হয়েছে, যা সৌদি আরবের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপে যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে নৌকা বা সি-প্লেন।
এ বিষয়ে রোনালদো বলেন, প্রথম সফরে এই দ্বীপে পা রাখার পরই তিনি ও জর্জিনা গভীরভাবে দ্বীপটির সঙ্গে সংযুক্ত হয়ে পড়েন। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে এবং এখানে তারা শান্তি ও প্রশান্তি খুঁজে পেয়েছেন।
ক্রিশ্চিয়ানো ও জর্জিনা একটি তিন শয়নকক্ষের ভিলা কিনেছেন, যা তাদের পারিবারিক ব্যবহারের জন্য। একইসঙ্গে তারা একটি দুই শয়নকক্ষের ভিলাও কিনেছেন, যা রিসোর্টটির প্রথম মালিকদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত করে। ভিলা মালিক হওয়ায় তারা যেকোনো সময় এখানে এসে শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে পারবেন।
রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, ‘রোনালদোর বিনিয়োগ এই গন্তব্যস্থলটির জনপ্রিয়তা ও আকর্ষণ প্রমাণ করে। এখানে বিলাসিতা, প্রকৃতি এবং গোপনীয়তার সমন্বয় একটি আদর্শ পছন্দ তৈরি করেছে। এই প্রকল্পে চলমান স্থাপনা গুলি নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত হবে। এখন পর্যন্ত এই অঞ্চলে নয়টি বিলাসবহুল হোটেল চালু হয়েছে এবং শুরা আইল্যান্ডে আরও ১১টি রিসোর্ট চালু হওয়ার প্রক্রিয়া চলছে। এই অঞ্চলে থাকবে গলফ কোর্স, রেস্তোরাঁ, শপিং মল এবং সাংস্কৃতিক কেন্দ্রও।
এছাড়া রেড সি ইন্টারন্যাশনাল এর নিজস্ব বিমানবন্দর রয়েছে যা সরাসরি ফ্লাইট পরিচালনা করছে রিয়াদ, জেদ্দা, দুবাই, দোহা এবং মিলান থেকে। এটি বিশ্বখ্যাত তারকাদের জন্য হয়ে উঠছে একটি নিরাপদ এবং নিরিবিলি অবকাশকেন্দ্র।
এখন এই দ্বীপটি শুধু রোনালদো বা তার মত বিশাল তারকাদের জন্যই নয় বরং যে কেউ চাইলে এই বিলাসবহুল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন, যদি তাদের পকেটে থাকে যথেষ্ট অর্থ।

Aminur / Aminur

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!