ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৫ রাত ৮:১১

ব্রিটিশ ক্লাব ফুটবলের রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেক্সান্ডার ইসাককে নিউক্যাসল থেকে নিয়েছিল লিভারপুল। কিন্তু যে প্রত্যাশা নিয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আনা হয়েছিল, তা পূরণ হয়নি। অলরেড ক্লাবটিতে এসে ফিটনেসহীনতা ও ফর্ম নিয়ে ভুগেছেন ইসাক। ফলে ১৬ ম্যাচে মাঠে নেমে মাত্র ৩টি গোল করেছেন। এরই মাঝে বাম পায়ের হাড়ে চিড় ধরা পড়ায় তিনি বড় সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।
গত শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। সেদিন ৫৬ মিনিটে গোলের লক্ষ্যে শট নেওয়ার সময় ইসাক প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফন ডে’র চ্যালেঞ্জের মুখে পড়েন। গোল করলেও ঠিকঠাক উদযাপন করতে পারেননি এই সুইডিশ স্ট্রাইকার। দুজনের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। এবার লিভারপুল কোচ আর্নে স্লট জানালেন, দুই মাস পাওয়া যাবে না ইসাককে।
স্লট বলেছেন, ‘রোগ নির্ণয়ের পর, ইসাকের অ্যাঙ্কেলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তার চিড় ধরা পড়া ফিবুলারও অস্ত্রোপচার হয়েছে। এএক্সএ ট্রেনিং সেন্টারে ইসাকের পুনর্বাসন চলবে। এটি লম্বা সময়ের ইনজুরি হতে যাচ্ছে, দুই মাসের মতো। স্বাভাবিকভাবেই এটি তার জন্য হতাশার এবং আমাদের জন্যও। আমার কাছে (ট্যাকলটি) বেপরোয়া চ্যালেঞ্জ মনে হয়েছে।’
সময়টা ইসাকের জন্য যে কঠিন যাচ্ছে তাও স্বীকার করলেন আর্নে স্লট। এর আগে ঊরুর ইনজুরির কারণে প্রাক-মৌসুম সফরে এশিয়ায় নিউক্যাসলের স্কোয়াডে ছিলেন না ইসাক। অনেক জলঘোলা করে পরে যোগ দেন লিভারপুলে। ট্রাইন্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদে অনুশীলন করেন তিনি। এদিকে, চোট থেকে ফেরার সময়টা এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও, ইসাক মৌসুমের শেষদিকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন অলরেড কোচ স্লট।
লিভারপুলে যোগ দিয়ে শুরুর দিকে এই শিষ্যের মানিয়ে নিতে পারার ব্যাখ্যা দিয়ে স্লট বলেন, ‘নতুন ক্লাবে যুক্ত হয়ে সে অনেক রোমাঞ্চিত ছিল। চেয়েছিল নিজেদের সব সামর্থ্য ও দক্ষতা দেখাতে, কিন্তু এটি সম্ভব হয়নি। হয়তো কেউ বুঝতে পারছে না, যদি আপনি তিন-চার মাস সিরিয়াস পর্যায়ে অনুশীলন না করেন, এই লিগে খেলা ও উচ্চতর পারফরম্যান্স করা কঠিন। আমরা জানতাম তার সময় লাগবে, এখন দুর্ভাগ্য যে নতুন করে ইনজুরিতে পড়ল।’
কেবল লিভারপুলের জন্যই নয়, ইসাকের চোট সুইডেনকেও দুর্ভাবনায় ফেলেছে। কারণ আগামী মার্চে দেশটি বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে নিজেদের বড় তারকাকে অবশ্যই পেতে চাইবে সুইডিশরা। কিন্তু সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা কম!

 

Aminur / Aminur

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা

‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

ক্লাব কিনছেন দানি আলভেস

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা

ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের

ক্লাব কিনে ফুটবলে ফিরছেন ৪৩ শিরোপা জয়ী ব্রাজিলিয়ান

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ

৯ জনের দলকে হারিয়ে শীর্ষ পাঁচে লিভারপুল