ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১০:৫৪

ফিফার দেওয়া ফুটবলার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাবটির ওপর থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে। ফলে নতুন করে খেলোয়াড় দলে ভেড়াতে আর কোনো বাধা থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবটির জন্য।
ফিফা সূত্রে জানা গেছে, আল নাসরের বিরুদ্ধে চলমান মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
খেলোয়াড় ট্রান্সফার সংক্রান্ত একটি পুরোনো আর্থিক জটিলতার কারণে এই শাস্তির মুখে পড়েছিল ক্লাবটি।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে ডিফেন্ডার আইমেরিক লাপোর্তকে দলে নেওয়ার সময় নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হয় আল নাসর। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩১ অগাস্টের মধ্যে ইংলিশ ক্লাবটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা থাকলেও সময়মতো অর্থ পরিশোধ না করায় ফিফা ব্যবস্থা নেয়।
এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে একই ধরনের কারণে আল নাসরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।
রোনালদো ক্লাবে যোগ দেওয়ার কিছুদিন পরই সে শাস্তি আসে। সর্বশেষ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ট্রান্সফার বাজারে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে সৌদি প্রো লিগের এই দলটি।
এদিকে ২০২৫-২৬ মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আগামীকাল রাতে ইরাকের ক্লাব আল জাওরা এসসির বিপক্ষে মাঠে নামবে আল নাসর। তবে এই ম্যাচে খেলবেন না রোনালদো।
ধারণা করা হচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে ম্যাচে আবার মাঠে দেখা যেতে পারে পর্তুগিজ তারকাকে।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে দারুণ ছন্দে রয়েছে আল নাসর। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তাদের ব্যবধান চার পয়েন্ট। লিগে এখন পর্যন্ত ১০ গোল করে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো।
তার চেয়ে এক গোল বেশি করে তালিকার শীর্ষে রয়েছেন হোয়াও ফেলিক্স।

Aminur / Aminur

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা

‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

ক্লাব কিনছেন দানি আলভেস

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা

ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের

ক্লাব কিনে ফুটবলে ফিরছেন ৪৩ শিরোপা জয়ী ব্রাজিলিয়ান

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ

৯ জনের দলকে হারিয়ে শীর্ষ পাঁচে লিভারপুল