ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১২:২৯

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রামনাথ হাটের সরকারি জায়গার দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রামনাথ বাজারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা।

মানববন্ধনে ব্যবসায়িরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রামনাথ বাজারে ব্যবসা করে আসছি। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি বাজারে দ্বিতল বিশিষ্ট মার্কেট নির্মান করার জন্য আমাদের উচ্ছেদ করার জন্য নোটিশ করেছে। বক্তৃারা বলেন, এই রামনাথ বাজারটি একটি গ্রামীন বাজার এখানে দ্বিতল বিশিষ্ট মার্কেটে কোন খরিদ্দার আসবে না। এ সময় ব্যবসায়িরা জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দয়া করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ি আমাদেরকে বাঁচান, আমরা এই ক্ষুদ্র ব্যবসা করে সংসার পরিচালনা করে আসতেছি।

তারা আরও বলেন, আমাদেরকে মৌখিক ভাবে জানিয়েছেন মাত্র দুই তিন দিনের দোকান ঘর অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ি রুহুল আমীন, ঔষধ ব্যবসায়ি সুমন, মুদির দোকান ব্যবসায়ি মানিক চন্দ্র সেন, মো: আশরাফুল হক, মাজেদুল হক, অবঃ সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ আলী প্রমূখ।উল্লেখ্য ইতিপূর্বে এলাকায় কোটি টাকা ব্যয় করে একটি মহিলা মার্কেট নির্মাণ করা হলেও তা বর্তমানে পরিত্যক্ত রয়েছে।কার সার্থে এই দ্বিতল মার্কেট? এই মার্কেট তৈরি করতে যে টাকা খরচ হবে তার অর্ধেক টাকা ঠিকাদার,রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা খাবে বলে মন্তব্য করেন ব্যবসায়িরা।
স্থানীয় একাধিক মানুষের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে এসব মার্কেট নির্মান করা হয় কিন্তু নির্মাণের পরিকল্পনা প্রণয়নের সময় সংশ্লিষ্ট বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হয়না।রামনাথ বাজারে কাঁচামাল ও মাছ বিক্রেতাদের জন্য শেড থাকার পরেও এখানে বিনা প্রয়োজনে একটি মার্কেট নির্মাণের উদ্যোগ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও নয়ছয় করার জন্য করা হচ্ছে। ব্যবসায়ীরা অবিলম্বে মার্কেট নির্মানের এই কার্যক্রম বন্ধ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করার অংগীকার ব্যক্ত করেছেন।

কামরুল হাসান,

এমএসএম / এমএসএম

‎পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন।

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই খুন

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান

ঠাকুরগাঁওয়ে দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধ

দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জনকল্যাণমূলক সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর

ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিতঃ নাজমুল মোস্তফা আমিন

চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

কাউনিয়ায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা মিঠু ও খোকা মিয়া হত্যা মামলার আসামি তোফাজ্জল আটক

শেরপুরে জনতার সংসদে এমপি প্রার্থীদের উন্নয়ন ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান

হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী চায় হাজী ইয়াছিন