ঠাকুরগাঁওয়ে দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রামনাথ হাটের সরকারি জায়গার দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রামনাথ বাজারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা।
মানববন্ধনে ব্যবসায়িরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রামনাথ বাজারে ব্যবসা করে আসছি। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি বাজারে দ্বিতল বিশিষ্ট মার্কেট নির্মান করার জন্য আমাদের উচ্ছেদ করার জন্য নোটিশ করেছে। বক্তৃারা বলেন, এই রামনাথ বাজারটি একটি গ্রামীন বাজার এখানে দ্বিতল বিশিষ্ট মার্কেটে কোন খরিদ্দার আসবে না। এ সময় ব্যবসায়িরা জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দয়া করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ি আমাদেরকে বাঁচান, আমরা এই ক্ষুদ্র ব্যবসা করে সংসার পরিচালনা করে আসতেছি।
তারা আরও বলেন, আমাদেরকে মৌখিক ভাবে জানিয়েছেন মাত্র দুই তিন দিনের দোকান ঘর অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ি রুহুল আমীন, ঔষধ ব্যবসায়ি সুমন, মুদির দোকান ব্যবসায়ি মানিক চন্দ্র সেন, মো: আশরাফুল হক, মাজেদুল হক, অবঃ সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ আলী প্রমূখ।উল্লেখ্য ইতিপূর্বে এলাকায় কোটি টাকা ব্যয় করে একটি মহিলা মার্কেট নির্মাণ করা হলেও তা বর্তমানে পরিত্যক্ত রয়েছে।কার সার্থে এই দ্বিতল মার্কেট? এই মার্কেট তৈরি করতে যে টাকা খরচ হবে তার অর্ধেক টাকা ঠিকাদার,রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা খাবে বলে মন্তব্য করেন ব্যবসায়িরা।
স্থানীয় একাধিক মানুষের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে এসব মার্কেট নির্মান করা হয় কিন্তু নির্মাণের পরিকল্পনা প্রণয়নের সময় সংশ্লিষ্ট বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হয়না।রামনাথ বাজারে কাঁচামাল ও মাছ বিক্রেতাদের জন্য শেড থাকার পরেও এখানে বিনা প্রয়োজনে একটি মার্কেট নির্মাণের উদ্যোগ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও নয়ছয় করার জন্য করা হচ্ছে। ব্যবসায়ীরা অবিলম্বে মার্কেট নির্মানের এই কার্যক্রম বন্ধ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করার অংগীকার ব্যক্ত করেছেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক