দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রংপুর রাইডার্স। লিটন-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করল নুরুল হাসান সোহানের দল।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ৩০ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি রংপুর। ইনিংসের শুরুর দিকে দেখে-শুনে ব্যাট করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান। সময় গড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বোলারর ওপর চড়াও হতে থাকেন তারা। আর হাঁকাতে থাকেন একের পর এক চার-ছক্কা।
ফিফটির দিকেই এগোচ্ছিলেন ওপেনার লিটন কুমার দাস। কিন্তু ৩ রানের আক্ষেপ থেকে যায় তার। ৩১ বলে ৪৭ রান করে আউট হন তিনি। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন তাওহীধ হৃদয়।
লিটন না পারলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন ডেভিড মালান। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ৪৮ বলে ৫১ রান করে থামেন তিনি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ মিলে জয় নিশ্চিত করেন। মাহমুদউল্লাহ ১ রানে ও খুশদিল ৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।
দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ বলে ২০ রানে বেগ ও ২০ বলে ৩৯ রানে নাঈম আউট হন।
এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ। শেষ আটজন ব্যাটারের দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ২১ বলে ১৩ রান করেন আবু হায়দার রনি। এছাড়া মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬, শরিফুল ইসলাম ৬ ও মুকিদুল ইসলাম ১ রান করেন।
রংপুর রাইডার্সের সবচেয়ে সফল বোলার ফাহিম আশরাফ। একাই পাঁচটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
এমএসএম / এমএসএম
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে
বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার
সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা