ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১২-২০২৫ বিকাল ৫:২২

বিদায়ের অপেক্ষায় ২০২৫। এ বছর ব্যস্ত সময় পার করেছে আন্তর্জাতিক ক্রিকেট। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়েছে। পাশাপাশি আরো অনেক দ্বিপাক্ষিক সিরিজও হয়েছে। বছর জুড়ে বাইশ গজে হয়েছে অনেক রেকর্ডও।

২০২৫ এ এসে একটি বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। যা ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের, তারা টানা ১১ ম্যাচে হেরেছিল।

চলমান অ্যাশেজেও বিরল একটি রেকর্ড হয়েছে। সিরিজে ইতোমধ্যেই দুটি ম্যাচে দুই দিনের মধ্যেই ফল এসেছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল- যা ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট। 

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও পুরো আসরে তিনটি ম্যাচ হেরেছিল তারা। এই টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম তিন ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছে কোনো দল।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও একটি বিরল রেকর্ড হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন ২২ বছরের নিচের চারজন খেলোয়াড়- আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের ৪ জন ক্রিকেটার একই ম্যাচে নামায়নি।

গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (পুরুষ বা নারী) এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এটাই প্রথম। একমাত্র ওভারে তার বোলিং ফিগার ১-০-১-৫!

এমএসএম / এমএসএম

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!