জর্জিনাকে ছেলের বউ হিসেবে দেখতে চান না রোনালদোর মা
ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়ালের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন তখন মাদ্রিদের একটি শো-রুমে দেখা হয় সেখানকার কর্মচারী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। ‘প্রথম দেখায় প্রেম’ বলে যে কথাটা আছে সেটাই ঘটে দুজনের মাঝে। সেই ২০১৬ সালের পর থেকে এখনও একসঙ্গেই রয়েছেন তারা। জর্জিনা হয়েছেন রোনালদোর একটি সন্তানের মা।
তবে ছেলের সঙ্গে থাকলেও আর্জেন্টাইন বংশোদ্ভূত মডেল জর্জিনাকে ছেলের বউ হিসেবে কোনোভাবেই মেনে নিবেন না রোনালদোর মা ডলোরেস আভেইরো। তিনি মনে করেন স্প্যানিশ এই মেয়েটি রোনালদোর অর্থের লোভে পড়েছে। আর তাই আভেইরো এখনও বাধা হয়ে রয়েছেন তাদের বিয়ের প্রস্তাবে।
যদিও পর্তুগিজ সুপারস্টারকে জর্জিনার সঙ্গে অবশ্য খুশি বলেই মনে করা যায়। তারা এক সঙ্গেই রয়েছেন নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডেও। তাদের সঙ্গেই রয়েছে রোনালদোর চার সন্তান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র, ইভা মারিয়া দোস সান্তোস, ম্যাতেও রোনালদো ও আলানা মার্তিনা দোস সান্তোস আভেইরো। তবে জর্জিনার আগমনের আগেই রোনালদো তিন সন্তানের পিতা ছিলেন। জর্জিনার ওরসে একটি কণ্যা সন্তান রয়েছে।
রোনালদোর ঘনিষ্ঠ একটি সূত্র ধরে সংবাদ মাধ্যমগুলি দাবি করছে, রোনালদোর মা আভেইরো মনে করেন জর্জিনাকে রোনালদোর বিয়ে করা উচিত নয়। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন জর্জিনার অর্থের সুবিধা নেওয়াকে। তিনি এবং রোনালদোর ভাই-বোনেরা মনে করেন, সে মূলত অর্থের লোভেই রোনালদোর সঙ্গে রয়েছে। এ কারণেই এখনও জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড, এমনটি জানিয়েছেন স্প্যানিশ দৈনিক মার্কা।
যদিও গত বছর ইতালিয়ান সাময়িকী গ্রাৎসিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে জর্জিনা দাবি করেছিলো, অর্থ নয় রোনালদোর শরীর ও সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলেন তিনি। তখন তিনি জানিয়েছিলেন, সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গিনী হতে পেরে সে ভাগ্যবতী। তবে বিয়ের বিষয়টা এখনও ঝুলছে কিছু সিদ্ধান্তের ওপর। দেখাই যাক, রোনালদো আবার তার মায়ের কথা শোনে কিনা!
প্রীতি / প্রীতি
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল