সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
সান্তোসের সঙ্গে নেইমারের সম্পর্ক শেষ নয়, নতুন করে শুরু হচ্ছে। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা ২০২৬ সালের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকছেন। ক্লাবের সোশ্যাল মিডিয়া চ্যানেলে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা তিনি নিজেই দিয়েছেন।
নেইমার বলেছেন, ‘২০২৫ সাল আমার জন্য ছিল বিশেষ ও চ্যালেঞ্জিং বছর- এটি ছিল আনন্দ ও বাধা উতরে যাওয়ার সময়, যা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই মোকাবিলা করতে পেরেছি। ২০২৬ সাল এসে গেছে, নিয়তি এর চেয়ে ভিন্ন হতে পারত না। সান্তোসই আমার জায়গা। এখানে আমি নিজের ঘরে, নিরাপদ এবং সুখী। আর আপনাদের সঙ্গেই আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।’
৩৩ বছর বয়সী নেইমার গত জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরেন। ইনজুরির সঙ্গে লড়াই তো ছিলই, আরও ছিল দলকে শীর্ষ লিগে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। মৌসুমের শেষ দিকে নেইমার দারুণ নৈপুণ্য দেখিয়ে সান্তোসকে রেলিগেটেড হওয়া থেকে বাঁচান। ২২ ডিসেম্বর ক্লাবটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে পাওয়া হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করিয়েছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে এসিএল ছিড়ে যায় তার। তারপর থেকে জাতীয় দলে খেলা হয়নি।
সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা আশায় আছেন, আগামী বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন। কোচ কার্লো আনচেলত্তিও বারবার বলে আসছেন- শুধুমাত্র সম্পূর্ণ ফিট থাকলেই তার দলে থাকবেন।
২০২৫ সালের শুরুতে যোগ দিয়ে নেইমার ৩৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন। মৌসুমের শেষ দিকে দুর্দান্ত ফর্মে থেকে শীর্ষ লিগে দলের অবস্থান ধরে রাখতে সাহায্য করেন তিনি। আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে মৌসুম শুরু করবে সান্তোস। শাপেকোয়েন্সের বিপক্ষে ২৮ জানুয়ারি ব্রাজিলিয়ান সিরি আ-তে তাদের প্রথম লিগ ম্যাচ।
Aminur / Aminur
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’
সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা
জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন