বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের সংসার জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় মাহি।
সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ।
মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’
মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকেরা। প্রশ্ন উঠছে, তবে কি নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন ধরল?
উল্লেখ্য, নতুন বছরের শুরুতে এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই। তিন সন্তানের খাতিরে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরেও তারা পরস্পরের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Aminur / Aminur
বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি!
রোজার পুরোনো ভিডিও ভাইরাল
অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না : রানি মুখার্জি
বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন ঐন্দ্রিলা
বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
রোজার ইনস্টাগ্রামে কার ছবি দেখা যাচ্ছে
ভালোবাসা ও বেদনার গল্প নিয়ে প্রকাশ হলো ‘বকুলের প্রেমে
মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে
নতুন বছরের ধামাকা: বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৮
বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট
টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের