নতুন বছরে নতুন সিনেমায় যুক্ত হলেন ইমরান হাসো
সময়ের ব্যস্ততম তরুণ অভিনেতা ইমরান হাসো (এমরান হোসেন) নতুন বছরে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। থিয়েটার, নাটক, রিয়েলিটি শো, টিভিসি ও সিনেমায় সমানতালে অভিনয় করে ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেতা।
নতুন বছরে পরিচালক বন্ধন বিশ্বাসের পরিচালনায় এম কে প্রোডাকশন প্রযোজিত নতুন সিনেমা “সিক্রেট”–এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন অভিনেতা ইমরান হাসো। সিনেমাটি দিয়ে নতুন বছরের কাজ শুরু করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
ইমরান হাসো জানান, এর আগেও তিনি পরিচালক বন্ধন বিশ্বাসের পরিচালনায় “লাল শাড়ি” সিনেমায় অভিনয় করেছেন। আবারও তাঁর পরিচালনায় নতুন সিনেমায় যুক্ত হতে পেরে তিনি ভীষণ আনন্দিত। চরিত্রটি তাঁর খুব পছন্দ হয়েছে বলেও জানান এই অভিনেতা।
তিনি আরও বলেন,
“এই সিনেমাটি আমার অভিনীত ২৯তম সিনেমা হতে যাচ্ছে। এজন্য পরিচালক এবং এম কে প্রোডাকশনের প্রতি আমি কৃতজ্ঞ।”
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক আদর আজাদ, পীযূষ সেন বেনু এবং ইমরান হাসো। এছাড়াও এতে অভিনয় করছেন আরও অনেক গুণী শিল্পী।
আগামী ৯ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ইমরান হাসোর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—
“সুলতানপুর”, “শান”, “লাল শাড়ি”, “জ্বীন–৩”, “বেহুলা দরদী”, “প্রেমচোর”, “বসন্ত বিকেল” সহ আরও বেশ কিছু চলচ্চিত্র।
নাটকের মধ্যে রয়েছে— বকুলপুর, আদম, নাইটগার্ড, স্বপ্ন আড্ডা, জাদুনগর। বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে “রূপনগর” এবং এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে “উকিল বাড়ির বউ”।
টেলিভিশন পর্দাতেও সমানভাবে প্রশংসিত ইমরান হাসো। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”–তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তাঁর এই অভিনয় সবার কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।
বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো “হা-শো” থেকেই মিডিয়ায় পথচলা শুরু ইমরান হাসোর। পাশাপাশি তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠীর একজন নিয়মিত নাট্যকর্মী, যেখানে থিয়েটারের মাধ্যমে তাঁর অভিনয় দক্ষতা আরও পরিপক্বতা লাভ করে।
ইমরান হাসো থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারেই সর্বোচ্চ ভোট পেয়ে অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশের যেকোনো ক্রান্তিকালে সামাজিক দায়িত্ব পালনে তিনি সবসময় সক্রিয়।
বিগত বন্যার সময় নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।
ইমরান হাসো নওগাঁ জেলার পত্নীতলা থানার সন্তান
এমএসএম / এমএসএম
সহকর্মীদের মুক্তির শীত বস্ত্র উপহার
নতুন বছরে নতুন সিনেমায় যুক্ত হলেন ইমরান হাসো
জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান
‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে’
পাহাড় থেকে রাজধানী, ফেন্সি ফ্রান্সিস্কা সুমেরের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প
বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি!
রোজার পুরোনো ভিডিও ভাইরাল
অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না : রানি মুখার্জি
বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন ঐন্দ্রিলা
বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
রোজার ইনস্টাগ্রামে কার ছবি দেখা যাচ্ছে