সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা
বেশ সমৃদ্ধ স্কোয়াড নিয়েও চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে তাদের একটি জিতলেই চলবে। এরই মাঝে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজিটির আর্মব্যান্ড পরা নুরুল হাসান সোহানের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
বিপিএলের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই অধিনায়ক। এর আগে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবার রংপুরের দায়িত্ব পেলেন লিটন। চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এখন পর্যন্ত রংপুরের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। যদিও গড়টা সুখকর নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।
অন্যদিকে, ৬ ইনিংসে ৩৩ বল খেলে ৩০ রান করেছেন সোহান। এজন্য তিনি বেশ সমালোচিতও হচ্ছেন। নিজের ব্যাটিংয়ে মনযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন নুরুল হাসান সোহান। লিটনের কাঁধে নেতৃত্বভার দেওয়া নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। এখানেই আমার পূর্ণ নিবেদন থাকবে। তারা যখন নিজে থেকে চেয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এটা (অধিনায়কত্ব) নেওয়া আমার দায়িত্ব। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা লিটন জানান, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। আপনি যদি দেখেন এই মুহূর্তে একটা ম্যাচ জিতলেও আমরা সুপার ফোরে (প্লে অফ) কোয়ালিফাই করব। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপর ম্যাচ বাই ম্যাচ এগোলে ফাইনালে যেতে পারব। এমন না যে আমি যখন দায়িত্ব নিয়েছি যেখান থেকে ফেরার সুযোগ নেই! এখনও অনেক অপশন আছে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে সুযোগ আসবেই।’
সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন বলেও উল্লেখ করেন লিটন, ‘সে আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’
এমএসএম / এমএসএম
সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা
দাবি মানার আগ পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা
সালাহকে হতাশ করে ফাইনালে মানের সেনেগাল
জ্যোতি-সোবহানার ব্যাটে বড় জয় মেয়েদের
আলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপে
‘ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো’
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের
মুস্তাফিজকে বিশ্বকাপ দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানাল আইসিসি
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা
রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে ফের শিরোপা বার্সার
টানা দ্বিতীয় ট্রফি জিতে বয়ফ্রেন্ডকে কী ইঙ্গিত দিলেন সাবালেঙ্কা?
১১৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়নদের হারাল ষষ্ঠ স্তরের দল