ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

চমক রেখে বাংলাদেশের বিশ্বকাপ প্রতিপক্ষের দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৬ দুপুর ১১:৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিকে। আরও আগেই লিটন দাসরা তাদের দুই প্রতিপক্ষের স্কোয়াড জানতে পেরেছিল। সবশেষ ইতালি তাদের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড দিলো। পূর্বঘোষণা অনুযায়ী ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে দল দিয়েছে এবারের বিশ্বকাপের নবাগত দল। এই গ্রুপে এখনো দল দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
ইতালি তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। কলকাতা ইডেন গার্ডেন্সে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘আজুরি’রা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেক করবে। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টুর্নামেন্টে ইউরোপীয় এই দলটির নেতৃত্ব দেবেন ওয়েইন ম্যাডসেন। অথচ বিশ্বকাপে তোলা অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেট জো বার্নসকে রাখেনি তারা। অবশ্য এই বিষয়টি গত ডিসেম্বরে জানিয়ে দিয়েছিল তাদের ক্রিকেট বোর্ড। চুক্তি সংক্রান্ত জটিলতায় বার্নসকে ছেড়ে দিতে হয়েছিল।
দলের সবচেয়ে বড় সংযোজন হলেন অলরাউন্ডার জেজে স্মাটস, যিনি এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না এমিলিও গে।
২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে একটি ঐতিহাসিক যাত্রার মধ্য দিয়ে ইতালি এই মূল আসরে জায়গা করে নিয়েছে। সেখানে স্কটল্যান্ড ও গার্নসিকে হারিয়ে তারা দ্বিতীয় স্থান অর্জন করে এবং নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। বিশেষ করে, স্কটল্যান্ডের বিপক্ষে ১২ রানের জয় ইতালির জন্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পথে এক বিশাল ধাপ।
ইতালির কোচিং প্যানেলের প্রধান কোচ হিসেবে থাকছেন জন ডেভিসন। সহকারী কোচ হিসেবে থাকছেন কেভিন ও’ব্রায়েন এবং ডগলাস ব্রাউন। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন পিটার ডি ভেনুতো।
ইতালির বিশ্বকাপ স্কোয়াড: ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিডে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জ, হ্যারি ম্যানেন্টি, অ্যান্থনি মস্কো, জাস্টিন মস্কো, সৈয়দ নকভি, বেঞ্জামিন ম্যানেন্টি, জাসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

 

এমএসএম / এমএসএম

২০২৫ সালে আয়ে শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের কত?

এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট!

চমক রেখে বাংলাদেশের বিশ্বকাপ প্রতিপক্ষের দল ঘোষণা

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা

দাবি মানার আগ পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা

সালাহকে হতাশ করে ফাইনালে মানের সেনেগাল

জ্যোতি-সোবহানার ব্যাটে বড় জয় মেয়েদের

আলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপে

‘ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো’

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের

মুস্তাফিজকে বিশ্বকাপ দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানাল আইসিসি

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা