ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে আজ লিটনদের সঙ্গে বসবেন আসিফ নজরুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির কাছ থেকে নেতিবাচক বার্তা পাওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বিসিবির। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার ক্রিকেটারদের সঙ্গে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি ১৬ সদস্যের ভোটাভুটিতে তোলা হয়। সেখানে শোচনীয়ভাবে হেরেছে বিসিবি। নিজেদের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। বাকি ১৪টি ভোটই গেছে বাংলাদেশের বিপক্ষে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ নেই। এমনকি বহু স্তরবিশিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা পরিকল্পনাও বিসিবির সঙ্গে শেয়ার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে সরকার ও বিসিবি এতদিন অনড় থাকলেও, এই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করা হয়নি। আইসিসির অনমনীয় মনোভাবের পর এখন পরিস্থিতি বদলেছে। আজকের বৈঠকে মূলত আইসিসির ভোটাভুটি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে লিটন-তাসকিনদের ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ভারত সফরে যাওয়া বা না যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের নিজস্ব মতামত বা ইচ্ছা-অনিচ্ছার কথা শুনবেন ক্রীড়া উপদেষ্টা।

আইসিসির আল্টিমেটাম অনুযায়ী, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। বৃহস্পতিবারের এই বৈঠকের পরই হয়তো নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ক্রিকেটাররা যদি নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে খেলতে রাজি হন, তবে বরফ গলতে পারে। আর যদি তারা না করেন, তবে বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের অনুপস্থিতি নিশ্চিত হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ ইস্যুতে আজ লিটনদের সঙ্গে বসবেন আসিফ নজরুল

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বড় জয় বার্সেলোনার

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি এখন কী করবে?

আইসিসির কাছ থেকে অলৌকিক কিছুর আশায় বিসিবি

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়া ওপেনারের

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

ওকসের শেষ বলে ছক্কায় রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে সিলেট

সিলেটে সব বিশ্বমানের খেলোয়াড় দাবি ইংলিশ ক্রিকেটারের

মাঠ ত্যাগে যে শাস্তি হতে পারে সেনেগালের

এক ঘণ্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল

১০ জনের সোসিয়েদাদ থামালো বার্সার জয়রথ

২০২৫ সালে আয়ে শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের কত?