ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সমালোচনার মুখে অভিনেত্রী ঋতাভরী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১১:৩

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মানেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। ‘বাংলার ক্রাশ’ নামে পরিচিত এই অভিনেত্রী নতুন কোনো ছবি পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও ফ্যাশন সেন্স বরাবরই নজর কাড়ে অনুরাগীদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরা একটি নতুন ছবি শেয়ার করেন ঋতাভরী। সাদা শাড়ি ও কালো ফুলস্লিভ ব্লাউজে ধরা দেওয়া অভিনেত্রীর এই লুক প্রশংসা কুড়ালেও একই সঙ্গে শুরু হয় বিতর্ক। ছবিতে শাড়ির আঁচল খানিকটা সরে যাওয়ায় তার বক্ষবিভাজিকা স্পষ্ট হয়ে ওঠে, যা নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনায় মুখর হন।
কিছু শারীরিক জটিলতার কারণে গত কয়েক বছরে অভিনেত্রীর ওজন বেড়েছে। তবে তাতে তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি বলেই মনে করছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, খোলা কোঁকড়ানো চুল, কাজল কালো চোখ আর কপালের টিপে ঋতাভরীকে আগের চেয়েও আরও আকর্ষণীয় লাগছে।
তবে সব প্রতিক্রিয়া যে ইতিবাচক ছিল, তা নয়। সাহসী ভঙ্গির জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। সমালোচনার মাঝেই ছবির ক্যাপশনে হিন্দিতে ঋতাভরী লেখেন- ‘জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এই মুহূর্তটাই এখন স্বাধীন।’ এই ক্যাপশনকে কেন্দ্র করেও শুরু হয় নানা ব্যাখ্যা ও মন্তব্য।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ঋতাভরী। নিজের জীবনের ছোট ছোট মুহূর্ত, ফটোশ্যুট কিংবা ব্যক্তিগত অনুভূতি তিনি নিয়মিত শেয়ার করে থাকেন। কখনও ওয়েস্টার্ন পোশাকে, কখনও আবার শাড়িতে- নিজেকে লাস্যময়ী রূপে উপস্থাপন করতেই ভালোবাসেন তিনি।
‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখার পর মডেলিংও করেছেন ঋতাভরী। পরবর্তীতে বড় পর্দায় ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি’, ‘ফাটাফাটি’, বহুরূপসহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি।
প্রশংসা ও সমালোচনা- দুটোই যেন ঋতাভরীর ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। আর সাহসী উপস্থিতি দিয়েই তিনি বারবার আলোচনার কেন্দ্রে ফিরে আসছেন।

Aminur / Aminur