আতলেটিকোতে ধরাশায়ী বার্সেলোনা
লা লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ— রীতিমতো ধুঁকছে বার্সেলোনা। মেসি চলে যাওয়ার পর বর্তমান মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাবটির। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হারার পর ক্লাবটি এবার লা লিগায় পেল প্রথম হারের দেখা।
শনিবার রাতে ঘরের মাঠ এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানোয় লা লিগার ম্যাচে লেমার ও সুয়ারেজের নৈপুণ্যে বর্তমান চ্যাম্পিয়ন আতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে কাতালানদের। টেবিলে ৮ ম্যাচে ৫ জয় আর ২ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দিয়েগো সিমেওনের দল। এক ম্যাচ কম খেলে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সাত ম্যাচে এক হার আর তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে বার্সেলোনা।
সাম্প্রতিক পারফর্মের বিচারে অবশ্য স্বাগতিক আতলেটিকোই ফেবারিট ছিল। তবে বল দখলের লড়াইয়ের স্ট্যাটে অনেক এগিয়ে ছিল বার্সা। ৭০ শতাংশ বল দখলে রেখে ৬টি শট নেয় সফরকারীরা, টার্গেটে দুটি শট থাকলেও বল জালে জড়াতে পারেনি। বিপরীতে টার্গেটে তিনটি শটের দুটিতেই গোল করে আতলেটিকো।
ম্যাচের শুরুতে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। গোলের সুযোগও পায়। ৮তম মিনিটে লেমারের শট বাইরের জাল কাঁপায়। ১৬ মিনিটে ফেলিক্সের বক্সের প্রান্ত থেকে নেওয়া ডান পায়ের জোরালো শট পোস্ট ঘেঁষে গেলে গোল পাওয়া হয়নি। ২০ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখে জাভি।
বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধারহীন ছিল বার্সা।
ম্যাচের ২৩ মিনিটেই দলকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার লেমা। সুয়ারেজের পাসে বাঁ-পায়ের জোরোলো শটে জাল কাঁপান লেমা। অবশ্য ধারহীন আক্রমণে দলকে সমতায় ফেরানোর সুযোগও পেয়েছিল বার্সা। তবে কোতিনহো, দিপাইরা তা ঠিকভাবে করতে পারেননি।
বিরতির আগেই ব্যবধান বাড়ায় আতলেটিকো। এবার এসিস্টের ভূমিকায় লেমা। গোল করলেন লুইস সুয়ারেজ। উদযাপনটাও তার দুর্দান্ত ছিল, ব্যবধান বাড়িয়ে হাত জোড় করে উদযাপনের পর ‘ফোন করুন’ ভঙ্গিতে হাত কানে রাখা। স্বভাবতই প্রশ্ন, কি অর্থ উদযাপনের? ম্যাচ শেষে এক সাক্ষাতকারে বিষয়টি খোলাশা করেছেন সাবেক বার্সা স্টাইকার। বার্সেলোনার হার আরও পোক্ত করার গোলের পর দর্শকদের থেকে ক্ষমা চাইতে দু‘হাত জোড় করেছেন এবং কানে ফোনের ভঙ্গি করাটা বার্স কোচ কোম্যানকে উদ্দেশ্যে নয়, তার ভক্তদের উদ্দেশ্যে ছিল বলেও জানান এই উরুগুইয়ান স্টাইকার।
দ্বিতীয়ার্ধ্বেও বল দখলে এগিয়ে ছিল বার্সা। তবে কাজের কাজ হয়নি। ব্যর্থ হয়েছেন কোতিনহো-ফাতিরা। বাকি সময়ে আর কেউই পারেনি কোনো সুযোগ তৈরি করতে। অবশ্য কোচ হিসেবে বার্সার ডাগ আউটে ছিলেন না রোনাল্ড কোম্যান। এ হারে নিশ্চয়ই তার চাপ আরো বাড়ল।
প্রীতি / প্রীতি
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের