আইওএস ১৫ আপডেটে সমস্যার মুখে আইফোন

সম্প্রতি অ্যাপল তাদের আইওএস ডিভাইসের আপডেট এনেছে। এই আপডেটের ফলে আইফোনে যুক্ত হয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। সাফারি ব্রাউজার, শেয়ারপ্লে, ফোকাস মোড, লাইভ টেক্সট-সহ একাধিক নতুন ফিচার হাজির হয়েছে। কিন্তু আইওএস ১৫ অপারেটিং সিস্টেম আপডেট করার পর থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন আইফোন গ্রাহকরা। ২০১৫ সালের পরে যত আইফোন বাজারে এসেছে, সব ফোনেই পৌঁছে গিয়েছে আইওএস ১৫ আপডেট। তবে, এই আপডেটের পরে কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। আর তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে সরবও হয়েছেন আইফোন গ্রাহকরা।
ভুল স্টোরেজ ওয়ার্নিং মেসেজ
আইওএস ১৫ আপডেট হওয়ার পর আইফোন গ্রাহকরা অভিযোগ করছেন, অনেকটা স্টোরেজ ফাঁকা থাকা সত্ত্বেও তা ভর্তি হয়ে যাওয়ার মেসেজ দেখানো হচ্ছে। এই ওয়ার্নিং মেসেজ কোনও ভাবেই সরানো যাচ্ছে না বলে তাদের আরও অভিযোগ। এই নোটিফিকেশন মেসেজে ট্যাপ করলে ফোনের স্টোরেজ বিভাগ ওপেন হয়ে যাচ্ছে।
স্টোরেজ ট্যাবুলেশনে এরর মেসেজ
অনেক গ্রাহক আবার দাবি করছেন, ফোনে যে পরিমাণ স্টোরেজ রয়েছে তার থেকে বেশি ফাঁকা স্টোরেজ দেখানো হচ্ছে। এছাড়াও, কোন অ্যাপ কত স্টোরেজ ব্যবহার করছে, সেই হিসবেও ভুল দেখাচ্ছে আইওএস ১৫ আপডেট।
টাচস্ক্রিনে সমস্যা
টুইটারে কিছু গ্রাহক অভিযোগ করেছেন যে, আপডেটের পরে আইফোনের টাচস্ক্রিন রেসপন্সে সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে, টাচস্ক্রিনের নির্দিষ্ট অংশে সমস্যা হচ্ছে বলেই গ্রাহককুলের অভিযোগ।
ছবি ডিলিট
আপডেটের পর আরও একটি সমস্যার কথা বলছেন গ্রাহকরা। এ ক্ষেত্রে আইফোনের মেসেজিং অ্যাপে কোনও ছবি স্টোর করলে, তা নিজে থেকেই ডিলিট হয়ে যাচ্ছে। কোনও চ্যাট থেকে ছবি ডাউনলোড করে চ্যাট থ্রেড ডিলিট করে দিলে আইক্লাইড স্টোরেজ থেকেও সেই ছবি ডিলিট হয়ে যাচ্ছে।
ক্যামেরায় সমস্যা
কিছু গ্রাহক এই আপডেটের পরে ক্যামেরা অ্যাপে ভিউ ফাইন্ডারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, ক্যামেরা অ্যাপ দ্রুত খুললেও ভিউ ফাইন্ডারে কিছুই দেখা যাচ্ছে না। ফলে, ছবি তুলতে গিয়ে রীতিমতো গোত্তা খেতে হচ্ছে গ্রাহকদের।
সিরি ভয়েস কমান্ড
গ্রাহকদের অভিযোগ, আপডেটের পর থেকেই অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি নির্দিষ্ট কিছু ভয়েস কমান্ডের উত্তর দিচ্ছে না।
অ্যাপল ওয়াচের মাধ্যমে আনলক
মাস্ক পরার কারণে ফেসআইডি কাজ না করলে অ্যাপল ওয়াচের সাহায্যে ফোন আনলক করা যাবে। তবে, আইফোন ১৩ সিরিজের ফোনে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে না। ইতিমধ্যেই এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে অ্যাপল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আইওএস ১৫.১ বিটা আপডেটে এই সমস্যার সমাধান করা হয়েছে।
প্রীতি / প্রীতি

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ
