সাতকানিয়ার পুরানগড়ে মামলার জালে আটকে সম্পত্তি দখল
                                    সাতকানিয়ার পুরানগড়ের শীলঘাটায় তুচ্ছ ঘটনায় মামলা দিয়ে প্রতিপক্ষকে এলাকাছাড়া করে অভিনব কৌশলে চলছে প্রতিপক্ষের জায়গা-জমি ও ফসল এমনকি ৩০ বছরের পুরনো গাছ-বাগান কাটার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (৪ অক্টোবর) সকালে এমন অভিযোগ তুলে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন উপজেলার পুরানগড়ের ১নং ওয়ার্ডের শীলঘাটা এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মিনুয়ারা বেগম।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন দেখা যায়, মিনুয়ারা বেগমের ক্ষেত বিষ দিয়ে জ্বালিয়ে দেয়া, তার বাড়ি থেকে অনেক জিনিস লুট এবং ৩০বছরের পুরনো গাছ-বাগান কেটে সাবাড় করে দিয়েছে একই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে ফজলুর রহমান (৫৫) ও ফরিদুল ইসলাম, শাহেদ হোসেন, মো. মমতাজ, রাশেদ হোসেন, জিসান হোসেন, আক্তারুজ্জামান বাবু, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন মনিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর মিনুয়ারা বেগমের ছেলে রবিউল আলম চাকরি থেকে ছুটিতে এসে পাহাড়ে শখের বশে ক্ষেত দেখতে গেলে পূর্বপরিকল্পিতভাবে মোজাফ্ফর আহমদরা রবিউলকে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করে। ওই মারধরকে কেন্দ্র করে এলাকায় উভয় পরিবারের মধ্যে বিচ্ছিন্ন একটি মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির ঘটনাকে পু্ঁজি করে সাতকানিয়া থানায় মোজাফ্ফররা একটি অভিযোগ দায়ের করে। পরে ওই অভিযোগ চট্টগ্রাম কোর্টে গিয়ে মামলায় রূপান্তরিত করে মিনুয়ারা বেগমদের পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকাছাড়া করে অভিনব কৌশলে তাদের সহায়-সম্বল হাতিয়ে নিচ্ছে মোজাফ্ফর গং।
এদিকে, গণমাধ্যমের একটি টিম সরেজমিন গেলে মোজাফ্ফররা গণমাধ্যম টিমের কার্যক্রম না চালানোর জন্য অনুরোধ করে।
পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব সিকদার বলেন, উভয়পক্ষের মাঝে মামলা চলমান। আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে উভয়পক্ষ পরস্পর আত্মীয়স্বজন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি জানি। মারামারির একটি ঘটনা ঘটেছে। তবে মারামারিকে পুঁজি করে কারো সম্পত্তি দখল করা যাবে না। আইন নিজের হাতে তোলা যাবে না। এটা আমি আবারো তদন্তের জন্য টিম পাঠাচ্ছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাতকানিয়া থানায় অভিযোগ দেয়া মিনুয়ারা বলেন, এসআই জাহাঙ্গীর মোল্লার কাছে এসে আমরা সঠিক কোনো সমাধান পাচ্ছি না। উনি সব জানেন এবং বোঝেন। তবুও আমাদের দুঃখগুলো তেমন পাত্তা দিচ্ছেন না। আমরা আমাদের ফসল আর গাছ-বাগান হারিয়েছি। ফসলে বিষ দিয়েছে এবং আমাদের ছাগলও লুট করেছে প্রতিপক্ষ। তবুও এসআই জাহাঙ্গীর মোল্লা আমাদের লিখিত অভিযোগকে পাত্তা দিচ্ছেন না বলে মনে হচ্ছে। আমরা না হয় পুরো পরিবার বিষ খেয়ে আত্বহত্যা করব।
এমএসএম / জামান
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু