বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড

তরুণ প্রজন্মের জন্য প্রতি বছরই বিশেষভাবে আয়োজিত হয় ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (IBCOL)’। হংকং থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত এই অলিম্পিয়াড এবারই প্রথম হংকংয়ের বাইরে বাংলাদেশে আয়ােজিত হতে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে এই বিশেষ আয়োজনকে ঘিরে তথ্য ও যোগাযােগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বুধবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে এ উপরক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে ব্রিফ করেন তথ্য ও যােগাযােগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মাে. আব্দুল মান্নান (পিএএ), ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মােহাম্মদ কায়কোবাদ, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এর চেয়ারম্যান এবং টেকনােহেডেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম এবং অনলাইনে সংযুক্ত ছিলেন হংকং ব্লকচেইন সােসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় বলেন, বিশ্বে ব্লকচেইন প্রযুক্তির দ্রুত বিকাশ এবং প্রসারের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতি বছর আন্তর্জাতিকভাবে এই আয়ােজনটি করা হয়, যার প্রতিপাদ্য হচ্ছে ‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ নিত্যনতুন প্রযুক্তির সাথে নিয়মিতভাবে খাপ খাইয়ে নিচ্ছে।
তিনি আরো বলেন, শুধুমাত্র তরুণ প্রতিভাই সংকটকে সুযােগে পরিণত করতে পারে। তরুণ প্রজন্মকে সকল ডােমেইনে ব্লকচেইন প্রযুক্তির প্রয়ােগে সচেষ্ট হতে হবে। ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড তরুণদের জন্য তাদের উদ্ভাবনী ধারণা শেয়ার করা এবং বিশ্বের কাছে নিজেদের প্রমাণ করার জন্য এক প্রকার বিশাল সুযােগ। এটি একটি অন্যতম প্লাটফর্ম, যেখানে তারা বিভিন্ন দেশের সাথে প্রতিযােগিতা করতে পারে। বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১’-এর বিজয়ী ১২টি দল এ আয়ােজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে।
জানা যায়, বিশ্বব্যাপী শিক্ষার্থীরা এই বৈশ্বিক প্রতিযােগিতায় অংশগ্রহণ করছে বিজয়ী হওয়ার লক্ষ্যে। বিজয়ীদের জন্য সর্বমােট ৪০ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রজেক্টগুলাে থিমভিত্তিক : ডকুমেন্ট অথেনটিকেশন, ই-গভর্নেন্স, ফিনটেক, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি, সাপ্লাই চেইন প্রােভেনেন্স, এডুটেক, হেস্থটেক এবং প্রােটোটাইপ। অনেক জাতীয় এবং আন্তর্জাতিক ব্লকচেইন বিশেষজ্ঞ এই ইভেন্টে বিচারক এবং বক্তা হিসাবে সংযুক্ত হবেন। এই বৈশ্বিক প্রতিযােগিতায় মােট ১২টি দেশ অংশগ্রহণ করছে: চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে মােট ৫০ টিরও বেশি দল অংশগ্রহণ করছে। ইভেন্টটিতে যােগ দিতে https://ibcol2021.com/ এ ভিজিট করতে হবে।
মূলত আগামী ৮ অক্টোবর ২০২১, শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’-এর যাত্রা শুরু হবে। ৩ দিনব্যাপী এই অলিম্পিয়াড চলবে ১০ অক্টোবর ২০২১, রবিবার পর্যন্ত। এ বছর অন্যান্য আয়ােজনের পাশাপাশি মােট ৪ টি সেমিনারের আয়ােজন থাকছে। সেমিনারগুলি হবে সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি এবং ফিনটেক বিষয়ে।
এবারের আয়ােজনে ফিনটেক ইনফ্লুয়েন্সর কনসেনসিসের এপিএসি ব্যবস্থাপনা পরিচালক চার্লস ডি’হাউসি ‘সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত সেমিনারটি ৮ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। ‘ই-গভর্নেন্স’ বিষয়ক সেমিনারটি আগামী ৯ অক্টোবর ২০২১ শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ‘আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি’ বিষয়ক সেমিনারটি হবে ৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায়।
কানাডা সরকারের ট্রেজারি বাের্ড সচিবালয়ের আইডেন্টিটি ম্যানেজমেন্টের সিনিয়র পলিসি অ্যানালিস্ট টিম বৌমা সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ‘ফিনটেক’ বিষয়ক সেমিনারটি আগামী ১০ অক্টোবর রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১০ অক্টোবর সন্ধ্যা ৬টায় আয়ােজিত হবে।
অনুষ্ঠানসহ সেমিনারগুলাে IBCOL-এর ওয়েবাইসাইট (https://ibcol2021.com)- এই ঠিকানায় বিশ্বব্যাপী সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ সরকারের তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ ব্লকচেইন অলিম্পিয়াড় বাংলাদেশ এবং টেকনােহেভেন কোম্পানি লিমিটেড যৌথভাবে প্রথমবারের মতো বাংলাদেশে আয়ােজিতব্য ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’ আয়ােজন করছে। এছাড়াও অন্যান্য সহযােগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে- এফবিসিসিআই, বেসিস, আইবিএ, এসিআই লি., ব্র্যাক ইউনিভার্সিটি, ইউথ পলিসি ফোরাম ও একাত্তর টিভি।
এমএসএম / জামান

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ
