ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১০:৩৬

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কদিন পরেই বিশ্বকাপের প্রথমপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সোমবার  রাজধানীর একটি হোটেলে টাইগারদের বিশ্বকাপের জার্সি অফিসিয়ালি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনেকটা ২০০৪-০৫ সালের জার্সির আদলে নকশা করা হয়েছে এবারের জার্সি। হোম ম্যাচের জার্সি পুরোটাই সবুজ। তাতে রয়েছে জলছাপ। তবে কাঁধের ওপরের অংশটা কেবল লাল। 

অ্যাওয়ে জার্সিতে নিচের অংশে থাকবে কিছুটা সবুজ। বাকিটা লাল। তবে কাঁধের ওপরে থাকবে সবুজ। 

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির সামনের অংশ তৈরি করা হয়েছে প্লাস্টিক বর্জ্য থেকে প্রস্তুত রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক দিয়ে আর পেছনের অংশে ব্যবহার করা হয়েছে ম্যাশ ফেব্রিক। যার মাধ্যমে বায়ু চলাচল করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতের উষ্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই জার্সি।

জার্সি উন্মোচনের পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘‘আমরা যখন ক্রিকেট খেলতাম, তখন কোচরা আমাদের ব্যাট ও বল নিয়েই চিন্তা করতে বলতো। বর্তমান ক্রিকেটে খাবার যেমন গুরুত্বপূর্ণ, জার্সিও তেমন গুরুত্বপূর্ণ। যত স্বস্তিদায়ক জার্সি পাওয়া যায়, ততোই আমদের জন্য ভালো।’’

আকরাম খানের পাশাপাশি বিসিবির পরিচালক মাহবুব আনাম ও খালেদ মাহমুদ সুজনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের জন্য তৈরি এই জার্সিটির একমাত্র অফিশিয়াল রিটেইলার আড়ং। লাল ও সবুজ দুটি জার্সিই বুধবার থেকে পাওয়া যাবে আড়ং আউটলেটে।

ইতিমধ্যে জার্সি মূল্যও নির্ধারণ করা হয়েছে। বড়দের জার্সির দাম ১৪০০ টাকা আর ছোটদের জার্সি পাওয়া যাবে ১০০০ টাকায়।

প্রীতি / প্রীতি

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে