রংপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে, ডিজিটাল ভূমি সেবাসমূহে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং এর সুবিধাসমূহ ভূমি মালিকগণকে জানাতে সারাদেশের মতো রংপুরেও উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২১। রোববার (৬ জুন) দুপুরে দিবটি উপলক্ষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা।
রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর জেলায় ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের লক্ষ্যে ভূমি মালিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারি কার্যক্রমসহ সব ধরণের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয়গুলোর বিস্তারিত তুলে ধরেন বক্তারা। আলোচনা শেষে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করা জমির মালিকগণের হাতে ই- নামজারি এবং ঢাকা-রংপুর ৪ লেন মহাসড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়। পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এমএসএম / জামান