ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

অধিনায়ক বিরাটের বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১১:৩২

কলকাতা নাইট রাইডার্সের কাছে চার উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ শেষে অধিনায়কের মুখে ভবিষ্যতের বার্তা। ব্যাঙ্গালোর দলে তরুণদের সুযোগ দেওয়ার সংস্কৃতি তৈরি করে সরে দাঁড়ালেন তিনি। এই দলের হয়ে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না তাকে। 

আরসিবি অধিনায়ক বলেন, ‘‘আমি সব সময় একটা জিনিস চেষ্টা করে গিয়েছি, যাতে নতুন ক্রিকেটাররা উঠে আসে এবং নিজেদের প্রকাশ করে। ভারতের হয়েও একই কাজ করেছি। এটুকু বলতে পারি আমি আমার ১২০ শতাংশ দিয়েছি এই দলের জন্য। পরেও ক্রিকেটার হিসেবে দেব। যে দায়িত্ব নেবে, এটাই তার জন্য সেরা সময়।’’

অধিনায়কত্ব ছাড়লেও আরসিবি দলেই থাকছেন বিরাট। সেটাও স্পষ্ট করে দেন তিনি। বিরাট বলেন, ‘‘বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় কথা। আমি যতদিন আইপিএল খেলব ততদিন আরসিবি-র হয়েই খেলব।’’

সোমবার হারের জন্য নিজের দলের ব্যর্থতার থেকেও কেকেআর বোলারদের বেশি কৃতিত্ব দিলেন বিরাট। তিনি বলেন, ‘‘মাঝের ওভারগুলোতে দারুণ বল করেছে কেকেআর স্পিনাররা। নিয়মিত উইকেট পেয়েছে। আমারা ভাল শুরু করলেও শেষ পর্যন্ত বড় রান করতে পারিনি। যে জায়গায় ওরা বল ফেলেছে সেখানে মারা কঠিন।’’

চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৫ বলে ২৬ রান করা সুনীল নারাইনের আলাদা করে প্রশংসা করেন বিরাট। তিনি বলেন, ‘‘ও সব সময় অসাধারণ। আজও দারুণ খেলেছে। গোটা আইপিএলেই নিয়মিত উইকেট নিয়েছে। শুধু নারাইন নয়, সঙ্গে শাকিব আল হাসান ও বরুণ চক্রবর্তী, তিন জনেই দারুণ বল করেছে। আমাদের ব্যাটাদের উপর চাপ তৈরি করেছে। সেই কারণে আমরা বড় শট খেলতে পারিনি।”

শেষ দিকে এক ওভারে হার্ষেল প্যাটেল দুই উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ে ফিরিয়েছিলেন আরসিবিকে। তবে শেষ রক্ষা হয়নি। নিজের দলের বোলাদের এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন বিরাট। 

তিনি বলেন, ‘‘শেষ মুহূর্ত অবধি লড়াই করাই এই মৌসুমে আমাদের দলের বিশেষত্ব। মাঝে একটা ওভার আমাদের খারাপ হয়েছিল। আর সেটাই ম্যাচটা বার করে দেয়। তবুও আমরা চেষ্টা করেছি। আরও ১৫ রান করতে পারলে, সঙ্গে কিছু ভাল ওভার বল করতে পারলে ফল অন্য রকম হতে পারত।’’

প্রীতি / প্রীতি

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে