ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে : ইমরান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ২:৩০

নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড পরপর পাকিস্তান সফর বাতিল করায় হতাশা প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ভারতকেও খোঁচা দিলেন। ইমরান বলেছেন, এখন টাকাই বড় খেলোয়াড় এবং ভারতের মতো ধনী বোর্ড বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে।

মিডল ইস্ট আই’র সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ভারতের সঙ্গে একই রকম করার সাহস দেখাত না ইংল্যান্ড। কারণ ব্যাখ্যা করলেন তিনি, ‘কারণ তারা জানে যে সেখানে টাকা পয়সার ব্যাপার আছে। ভারত অনেক বেশি টাকা উৎপাদন করতে পারে। এখন খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের জন্য টাকা সবচেয়ে বড় খেলোয়াড়। ভারতীয় ক্রিকেট বোর্ড ধনী, তাই তারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।’

বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ইংল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্ত হতাশার এবং গত জুলাইয়ে পাকিস্তানের ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারটি মনে করিয়ে দেন, ‘তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে যদি কোনো দেশ তাদের সঙ্গে এটা করত তাহলে কেমন লাগত।’

নিরাপত্তা হুমকির কথা বলে গত ১৭ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ শুরুর দিন সফর বাতিল করায় নিউ জিল্যান্ডের সমালোচনা করেছেন ইমরান। হুমকিকে ভুয়া খবর বলেছেন তিনি, ‘বিদেশি দলগুলোর নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা আমাদের। কল্পনা করুন তো পাকিস্তানে যদি কিছু ঘটত। আমরা দায়িত্বশীল এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আমাদের আছে।’

এর আগে পাকিস্তানে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট উসমান খাজা বলেন, টাকা কথা বলে এবং কোনো দলই ভারত সফরে যেতে না করবে না। পাকিস্তান বা বাংলাদেশ হলে খেলোয়াড় বা সংস্থার না বলা সহজ হয়। অভিযোগ আছে, নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে হুমকি দেওয়া হয়েছে ভারত থেকেই। 

প্রীতি / প্রীতি

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!