ফটিকছড়ির সক্রিয় রাজনীতির মাঠে আবারও ফিরতে চান সৈয়দ মুহাম্মদ বাকের

নব্বই দশকে ছাত্রলীগের রাজনীতির যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক মাঠে পথচলা শুরু ফটিকছড়ির আওয়ামী রাজনীতির অন্যতম সাবেক ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ বাকের।স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মেধাবী এ রাজনীতিবিদ সদ্যবিদায়ী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি সামাজিক,শিক্ষা ও ক্রীড়াঙ্গনেও রয়েছে তার বেশ সুপরিচিত তিনি। সম্প্রতি ঐতিহ্যবাহী নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।তাছাড়া ও বিভিন্ন স্কুল-মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতির মাঠে থেকে কাজ করে যেতে চান সাবেক এ ছাত্রনেতা।১৯৯৬এর জাতীয় সংসদ নির্বাচন ২০০১সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করতে তিনি গুরুত্বপুণ্য ভুমিকা পালন করেছেন।
সম্প্রতি সমসাময়িক রাজনীতি আলাপচারিতায় আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের বলেন, 'আমার দীর্ঘদিন রাজনৈতিক জীবনে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। এছাড়াও এলাকার উন্নয়নে বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। একজন সচেতন নাগরিক হিসেবে এলাকার যুব সমাজ যাতে শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়াবান্ধব হয় এজন্য কাজ করে যাচ্ছি। তাছাড়া জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে একটি উন্নত ও আর্দশ সমাজ গঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। রাজনীতির দুর্দিনে দুর্সময়েও ছিলাম,আমি ভবিষ্যতেও মাঠে থেকে কাজ করে যাবো। কিছু স্বার্থান্বেষীমহল আমার রাজনৈতিক কর্মকান্ডে ও জন সম্পৃক্তায় ঈর্ষানিত হয়ে আমাকে একটি মিথ্যা মামলায় জড়িত করেছেন।আবারো ফটিকছড়ির রাজনীতির মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাবো।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
