ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

শক্তিশালী ক্যামেরার ফোন আনছে টেকনো


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-৬-২০২১ সকাল ৯:৫৮

উচ্চমানের ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে টেকনো স্পার্ক ৭ মডেল। স্মার্টফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার ব্যবস্থা। পাশাপাশি ক্যামেরা সেটআপ হিসেবে সঙ্গে থাকছে একটি ট্রিপল ক্যামেরা মডিউল। এছাড়াও থাকবে আইপিএস এলএসডি ডিসপ্লের ব্যবস্থা। স্মার্টফোনটি ৬.৫২ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে এইচডি+ রেজুলেশন সমর্থনে সক্ষম হবে বলেও আশাকরা হচ্ছে।

টেকনো স্পার্ক ৭টি স্মার্টফোনে ৯০ হার্জ রিফ্রেস রেট থাকবে কিনা তা বলা কঠিন। তবে এই মডেলে থাকছে ৪জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের ব্যবস্থা। ধরে নেওয়া হচ্ছে সংস্থার ফোনটিতে চালনা করার জন্য পাওয়া যেতে পারে অ্যানড্রয়েড ১১ ওএস। টেকনো স্পার্ক ৭টি স্মার্টফোনের গ্রাহকরা পাবে ৬০০০ এমএএইচ-এর অধিক ক্ষমতার ব্যাটারি পরিষেবা।

ফোনটির দাম ২০ হাজার ভারতীয় রুপি। ফোনটি আত্মপ্রকাশ করতে পারে আগামী সপ্তাহে।

স্মার্টফোনটিতে থাকছে রেয়ার ক্যামেরা সেটআপ। মনে করা হচ্ছে এই সেটআপে যুক্ত করা হতে পারে একটি বড় ৬৪ মেগাপিক্সেল সেন্সর এবং দুটি ছোটো সেন্সরের ব্যবস্থা। 

প্রীতি / প্রীতি