ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

এমবাপের গোলে রক্ষা পেল পিএসজি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ১০:২৬

আবারও হোঁচট খেতে বসেছিল প্যারিস জেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল অঁজি। তাতে হারের শঙ্কা জেগেছিল পিএসজি শিবিরে। তবে ঘুরে দাঁড়িয়ে দানিলো গোলের সমতার পর শেষ মুহূর্তে এমপাপের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দলটি।

শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোল ব্যবধান জিতেছে পিএসজি। তবে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল পিএসজির। তাদের ১৩ শটের মাত্র দুটি ছিল লক্ষ্যে। আর অঁজির সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

পিএসজির একাদশে ছিলেন মেসি-নেইমারসহ আরও কয়েকজন খেলোয়াড়। তাদের অনুপস্থিতিতে জয়সূচক গোল করার পাশাপাশি ও সতীর্থের গোলে অবদান রাখায় ম্যাচের নায়ক বনে যান এমপাপে।

ম্যাচের প্রথমার্ধে কয়েকবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। তবে পাল্টা আক্রমণে গিয়ে ৩৬তম মিনিটে এগিয়ে যায় অঁজি। বুফালের বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে পাঠান ফুলগিনি। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পিএসজিকে।

বিরতির পরও গতি বাড়ায় পিএসজি। ম্যাচের ৬৮তম মিনিটে কর্নার থেকে এমবাপের ক্রস বক্সের মুখে পেয়ে বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার পেরেইরা। তাতে সমতায় ফেরে প্যারিসের দলটি।

ম্যাচের ৮৭তম সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন এমবাপে। ইকার্দির হেড ডি-বক্সে অঁজির মিডফিল্ডার পিয়ারিক কেপেলা হাত দিয়ে ঠেকালে পেনাল্টি পায় পিএসজি। শট নিতে আসেন এমবাপে, লক্ষ্য ভেদ করতে ভুল করেননি ফরাসি তারকা। 

এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস।  

প্রীতি / প্রীতি

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!