ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বিশ্বকাপে নতুন রেকর্ডের হাতছানি সাকিবের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ১০:২৭

২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে না পারলেও অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন টি-২০ বিশ্বকাপ আবারো নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র ১০ উইকেট পেলেই টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি।

সাকিব আর ১০ উইকেট পেলেই টপকে যাবেন শহীদ আফ্রিদি, ল্যাসিথ মালিঙ্গা, সাঈদ আজমল, অজন্থা মেন্ডিস, উমর গুল, ডেল স্টেইনকে। শুধু বিশ্বকাপই নয়, টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারির হাতছানিও দিচ্ছে বাংলাদেশের এই টাইগারকে।

তিন ম্যাচে মাত্র ২ উইকেট পেলেই তিনি পেছনে ফেলবেন মালিঙ্গাকে। কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানান লঙ্কান এই কিংবদন্তির পেসার। ফলে টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর মাত্র ২ উইকেট লাগবে সাকিবের। ৮৪ ম্যাচে মালিঙ্গার উইকেট ১০৭ আর সাকিবের উইকেট ৮৮ ম্যাচে ১০৬টি।

রেকর্ডগুলোর মালিক হতে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বেই বাজিমাত করতে হবে বাঁহাতি এই স্পিনারকে। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে স্কটল্যান্ড। এরপর  ১৯ ও ২১ তারিখ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি থাকবে বাংলাদেশের প্রতিপক্ষ। 

সাকিব বর্তমানে আইপিএল খেলতে দুবাইয়ে আছেন। ফাইনাল খেলেই ওমানে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

২০০৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬টি টি-২০ বিশ্বকাপে খেলেছেন সাকিব। ২৫ ম্যাচে তার রান ৫৬৭। সর্বোচ্চ ৮৪ এবং হাফসেঞ্চুরি তিনটি। তবে উইকেট সংখ্যা ৩০টি। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৪। প্রতিটি উইকেট নিতে রান দিয়েছেন ১৭.৬।

এদিকে এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৮ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তারপরই মালিঙ্গার উইকেট ৩১ ম্যাচে ৩৮,  পাকিস্তানের সাঈদ আজমল ২৩ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন, চারে থাকা শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস ২১ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন, পাকিস্তানের উমর গুল ২৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে ছয়ে এবং সাতে থাকা দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের উইকেট ২৩ ম্যাচে ৩০টি।

এই রেকর্ড বইয়ে নাম লেখাতে সাকিবকে ২০১৯ সালের বিশ্বকাপর মতোই ছন্দোময় ক্রিকেট খেলতে হবে। তাহলেই তার পাশাপাশি বাংলাদেশ লাভবান হবে।

প্রীতি / প্রীতি

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে