ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

অধিনায়কত্ব কঠিন কাজ : মোহাম্মদ নবী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ১০:৪৯

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল ঘোষণার পর অধিনায়কত্ব ছেড়ে দেন লেগস্পিনার রশিদ খান। এরপর দলের নেতৃত্বের দায়িত্ব পড়ে মোহাম্মদ নবীর কাঁধে।

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেন মোহাম্মদ নবী। তবে দুই ফরম্যাটে বিশ্বকাপের নেতৃত্ব দিয়ে সুখকর অভিজ্ঞতা হয়নি তার। সাত বছর আগে বাংলাদেশের আয়োজিত টুর্নামেন্টে তিন ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতে আফগানিস্তান বাদ পড়ে প্রথম রাউন্ডে। আর ওয়ানডে বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে মাত্র একটি জয়। দলের ব্যর্থতায় ২০১৫ সালের এপ্রিলে পদত্যাগ করেন তিনি।

সেই নবীকেই দেওয়া হয়েছে অধিনায়কত্ব। আইসিসির সময় অনুযায়ী চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ১০ অক্টোবর তাকে অধিনায়ক ঘোষণা করা হয়। শুরুতেই নেতৃত্ব প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ, এটা (অধিনায়কত্ব) কঠিন একটা কাজ। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে এবং টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। (আমি) সত্যিই রোমাঞ্চিত এই ইভেন্টে অধিনায়ক হিসেবে খেলতে যাচ্ছি বলে।’

আগামী ২৫ আগস্ট প্রথম ম্যাচ আফগানিস্তানের। রাউন্ড ওয়ান থেকে উঠে আসা দলের মুখোমুখি হবে তারা। সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ারের দ্বিতীয় দল।

 

প্রীতি / প্রীতি

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!