ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শুটিংয়ে ফিরলেন অপূর্ব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ১০:১

বিয়ে করে লম্বা বিরতিতে গিয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! অথচ তিনি ছোটপর্দার সবচেয়ে ব্যস্ত অভিনেতা। আশার কথা, ফের কাজে ফিরেছেন ছোটপর্দার এই বড় তারকা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

ফেরা প্রসঙ্গে অপূর্ব বলেন, ছুটতে ছুটতে মনে হলো এবার একটু বিরতির প্রয়োজন। তাই কয়েকটা দিন ছুটিতে ছিলাম। জীবনটাকে এত ব্যস্ত করেছি যে, নিজেকে সময় দেয়ার সময়টুকুও হারিয়ে ফেলেছিলাম। ফিরে এসে এখন অনেক ফ্রেশ লাগছে।

প্রায় দুই মাস পর শুটিংয়ে ফেরার অভিজ্ঞতাও শেয়ার করেন এই অভিনেতা। তার ভাষ্যে, স্কুলজীবনে পরীক্ষার প্রথম দিন যে অনুভূতি হতো, একটু ভয় একটু দ্বিধা- আমার আজ তেমনই লাগছে! আবার এটাও আনন্দের, আবার আমি কাজে ফিরেছি। লাইট-ক্যামেরা-অ্যাকশন; এটাই তো আমার আসল ঠিকানা।

জানা গেছে, অপূর্বর শুটিংয়ে ফেরাটাকে রীতিমতো উৎসবে পরিণত করেছেন পরিচালক সৈয়দ শাকিল। কারণ, এদিন অপূর্বকে শুটিং স্পটে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। করানো হয় মিষ্টিমুখও।

গত ১ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন অপূর্ব ও শাম্মা দেওয়ান আর শুটিং থেকে ছুটি নেন তারও এক সপ্তাহ আগে।

জামান / জামান