পাকিস্তানের নাটকে আর ঘনিষ্ঠ দৃশ্য থাকবে না
পাকিস্তানের টিভি সিরিয়াল অথবা খণ্ড নাটকে কোনো ঘনিষ্ঠ দেখানো যাবে না। এমনই নির্দেশনা জারি করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত নির্দেশনাটি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।
পিইএমআরএ-এর মতে, নাটক বা সিরিয়ালে যা দেখানো হচ্ছে, সেটা পাকিস্তানের সমাজের প্রকৃত অবস্থাকে তুলে ধরছে না। তাই এগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতন হওয়া জরুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিঙ্গন, প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল ও সাহসী পোশাক, বিছানার দৃশ্য এবং বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতার দৃশ্য দেখানো হয় ধারাবাহিক বা নাটকে। যা ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সমাজের সংস্কৃতির প্রতি সম্পূর্ণ অসম্মানের।
এ বিষয়ে পাকিস্তানের ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টের আইনি উপদেষ্টা রীমা ওমর বলেন, ‘অভিযোগের কিছুটা সত্যতা আমারা পেয়েছি। বিবাহিত দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা এবং আলিঙ্গন পাকিস্তানি সমাজের বাস্তবের চিত্র নয়। এগুলো গ্ল্যামারাইজড হওয়া উচিৎ নয়। আমাদের সংস্কৃতি হল নিয়ন্ত্রণ, যা আমাদের গর্বের সঙ্গে রক্ষা করতে হবে। আর যা দেখানো হচ্ছে, সেগুলো ভিনগ্রহের মূল্যবোধ।’
নাটক-সিরিয়ালের এসব দৃশ্য পর্যালোচনার জন্য পাকিস্তানের চ্যানেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়িত হলে পাকিস্তানে নাটকে আর ঘনিষ্ঠ কিংবা রোম্যান্টিক দৃশ্য দেখা যাবে না। যদিও এই খবর শুনে অনেকেই সমালোচনা, অসন্তোষ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!