ছেলের প্রেমিকার জন্মদিনে যা উপহার দিলেন শ্রাবন্তী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির একমাত্র ছেলে অভিমন্যু চ্যাটার্জি। কিছু দিন আগে তার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। অবশ্য আরও তিন বছর আগে থেকেই তিনি প্রেম করেন। ছেলের প্রেম নিয়ে শ্রাবন্তীর কোনো আপত্তি নেই। বরং সাদরেই গ্রহণ করে নিয়েছেন।
অভিমন্যুর প্রেমিকার নাম দামিনী ঘোষ। তিনি মডেলিং করেন। গত মাসে অভিমন্যু ও দামিনীকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন শ্রাবন্তী। এবার ছেলের প্রেমিকার জন্মদিন ঘটা করে উদযাপন করলেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দামিনীর জন্মদিন। এ উপলক্ষে তাকে নিজের বাসায় ডেকেছেন শ্রাবন্তী। আনন্দ-উচ্ছ্বাসে কেক কেটেছেন, সেলফি তুলেছেন। সেই ছবি আবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার দিয়ে শ্রাবন্তী লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী’। শোনা যাচ্ছে, জন্মদিন উপলক্ষে দামিনীকে একটি দামি ক্যামেরাও উপহার দিয়েছেন তিনি।
কয়েক দিন আগে ছিল হিন্দুদের লক্ষ্মীপূজা। সে সময় দামিনীর বাড়িতে ছিলেন অভিমন্যু। তখন তাদের ঘনিষ্ঠ ছবিও আসে প্রকাশ্যে। এছাড়া মাঝেমধ্যেই তারা একে-অপরের সঙ্গে তোলা একান্ত ব্যক্তিগত ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ভূস্বর্গ কাশ্মীরে পর্যন্ত একসঙ্গে ঘুরে এসেছেন এ তরুণ যুগল।
প্রসঙ্গত, ২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। সেই ঘরের সন্তান অভিমন্যু। এরপর ২০১৬ সালে রাজীবের সঙ্গে তার বিচ্ছেদ হয়। একই বছর বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। বছর না গড়াতে ভেঙে যায় সেই সংসারও। ২০১৯ সালে শ্রাবন্তী বিয়ে করেন রোশান সিংকে। গেল বছরের শেষ দিকে এই সম্পর্কেও বিচ্ছেদ চেয়ে চলে আসেন তিনি। এখন সেই বিচ্ছেদ মামলা চলমান রয়েছে। আর শ্রাবন্তী প্রেম করছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!