যতক্ষণ সাকিব আছে, ততক্ষণ আশা আছে: নিলয়
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে আশা জাগিয়েও শেষ পর্যন্ত শ্রীলংকার কাছে হেরে গেছে বাংলাদেশ। এতে মন ভেঙেছে টাইগার দল ও কোটি ভক্ত-সমর্থকের। এ অবস্থায় বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ ইংল্যান্ডের মোকাবিলা করবে মাহমুদুল্লাহর দল। এবারই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার গল্প শুনিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। সঙ্গে আলাপে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তিনি সবসময়ই আশাবাদী।
শ্রীলংকার কাছে হেরে যাওয়া ম্যাচ নিয়ে নিলয় বলেন, ‘শ্রীলংকার সঙ্গে ম্যাচ চলাকালীন আমার শুটিং চলছিল। তার মধ্যেই বারবার খেলার খোঁজ-খবর নিয়েছি। শুরুতে ব্যাটিং, এরপর প্রথম ওভারেই উইকেট ফেলে দেওয়ায় মনে হয়েছিল সহজেই জিতে যাব আমরা। এমনকি ১০ ওভার শেষেও স্বপ্ন ছিল জয়ের। লিটন দাস দুটি ক্যাচ মিস না করলে গল্পটা অন্যরকম হতে পারত।’
লিটনের প্রসঙ্গে টেনে নিলয় বলেন, ‘আমি বলব ছেলেটার ভাগ্যটা খারাপ। দুটি ক্যাচই ওই সময়ে তার কাছেই গেল। ক্যাচ মিসের পর সবাই যেভাবে গালাগালি করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ক্রিকেটারদের বলব, খেলা খারাপ করলে সমালোচনা হবে। আমাদের নিয়েও বিভিন্ন সময় অনেক সমালোচনা হয়। এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই। দর্শক আবেগপ্রবণ হয়ে অনেক কিছু লিখে ফেলে। এসবে ফোকাস না করে খেলায় মন দিন। পরের ম্যাচ জিতলেই সবাই আবার আনন্দিত হবে। আর দর্শকদের বলব, এক-দুইটা ম্যাচ হারলেই ধৈর্যহারা হবেন না। একদিন হারলেও পরদিন তারাই কিন্তু আমাদের জেতাবে।’
নিলয়ের মতে, ‘লিটনকে কিছু ম্যাচ ড্রপ দেওয়া উচিত। তারপর পুরো আত্মবিশ্বাস নিয়ে ফিরে এলে দল এবং তার নিজের উভয়ের জন্য ভালো হবে। সে যে ধরনের ক্রিকেটার নিশ্চয়ই আবার দারুণভাবে ফিরে আসবে।’
আজকের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়েও আশাবাদী এই অভিনেতা, ‘আমরা এখন আর আগের মতো ছোট দল নই। ফলে আমাদের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি। যে কোনো ম্যাচে আমরা মাঠে নামি জয়ের লক্ষ্যে। সেটা কখনো হয়, কখনো হয় না। সবাই নিশ্চয়ই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। জয়ের জন্যই খেলবে।’
দলের সেরা অস্ত্র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্ত নিলয় এই ম্যাচেও ভরসা রাখছেন সাকিবের ওপর, ‘আমি সব সময় সাকিবের ভক্ত। যতক্ষণ সাকিব আছে, ততক্ষণ একটা আশা আছে। আমার বিশ্বাস এই ম্যাচেও সে জ্বলে উঠবে। অধিনায়ক মাহমুদুল্লাহর খেলাও দারুণ লাগে আমার। সে ক্রিজে থাকলে সাহস থাকে। মনে হয় কিছু একটা হবে। এছাড়া দলের বাকি সব ক্রিকেটারের ওপরও বিশ্বাস আছে। সবাই একসঙ্গে জ্বলে উঠতে পারলে আজ ইংল্যান্ডকে হারানো অসম্ভব কিছু নয়।’
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!