ছেত্রীর কাছেই হারল জামাল ভূঁইয়ারা
সুনীল ছেত্রীকে নিয়ে বড় ভয় ছিল। ৩৬ বছর বয়সী স্ট্রাইকার যেকোনও সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। শেষ পর্যন্ত দিল্লির এই ফুটবলারের কাছেই হেরেছে বাংলাদেশ। সোমবার (৭ জুন) বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এসে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছেত্রীর জোড়া গোলে হয়েছে সর্বনাশ। বাছাইয়ে পঞ্চম হারে এখন জেমি ডের দলের এশিয়ান কাপের প্লে-অফ পর্বে খেলার সম্ভাবনা বেশি।
আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও তেমনটি খেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। ছেত্রীর জোড়া গোলে ৩ পয়েন্ট পেয়েছে ভারত। ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে গোল পেয়েছিলেন ছেত্রী। ৭ বছর পর ৩৬ বছর বয়সে এসে নিজেকে আবারও প্রমাণ করলেন। আন্তর্জাতিক ম্যাচে ছেত্রীর গোল সংখ্যা এখন ৭৪।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। মাঠের লড়াইয়েও আধিপত্য বিস্তার করার চেষ্টা করে সুনীল ছেত্রীর দল। কিন্তু বাংলাদেশের আঁটসাঁট রক্ষণে গোল পায়নি ভারত। বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখে বাংলাদেশ। স্কোর লাইন গোলশূন্য রেখেই বিরতিতে গেছে দুই দল।
কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল ইগোর স্টিমাচের দল। কিন্তু সফল হতে পারেনি তারা। বাংলাদেশের কড়া রক্ষণ ভেদ করে জাল খুঁজে পাওয়া হয়নি ভারতের। বরং ম্যাচে প্রথম আক্রমণটা বাংলাদেশই করেছে। ৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে কাজী তারিক রায়হান বক্সের ভেতরে থেকে বলে টোকা দিতে পারেননি। এর কয়েক মিনিট পর থেকে ভারত একচেটিয়া আক্রমণ করেছে।
১৫ মিনিটে ব্রেন্ডন ফের্নান্ডেজের পাস থেকে মানভির সিং গোলকিপার আনিসুর রহমান জিকোকে একা পেয়েও পোস্টে শট নিতে পারেননি। তিন মিনিট পর সুরেশের শট গোলকিপার জিকো তালুবন্দি করেন। ৩৫ মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। মানভির সিংয়ের বাঁ প্রান্তের কর্নারে চিংগেলসানার জোরালো হেড গোললাইন থেকে রিয়াদুল হাসান শরীর দিয়ে ‘ক্লিয়ার’ করে দলকে ম্যাচে রাখেন। তবে চার মিনিট পর বাংলাদেশ সুযোগ পেয়েছিল। রহমতের থ্রো ইনে কাজী তারিকের ব্যাক হেড গোলকিপার গুরুপ্রীত তালুবন্দি করেন।
বিরতির পর ভারতের আক্রমণে ভাটা পড়েনি। তবে তাদের গোল পেতে সময় লেগেছে। নিজেদের রক্ষণটা জমাট করেই রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ১১ মিনিট আর গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি। ৭৯ মিনিটে ভারত সফল হয়। আশিক কুরুনিয়ার ক্রসে ফাঁকায় থেকে ছেত্রী হেডে লক্ষ্যভেদ করেন। এই সময় ডিফেন্ডার তপু বর্মণ তাকে মার্ক করতে পারেননি।
ইনজুরির সময়ে ছেত্রী ব্যবধান দ্বিগুণ করেন। সুরেশের কাটব্যাক থেকে ডান পায়ে বল জালে জড়িয়ে দেন ভারতীয় অধিনায়ক। ফলে ২-০ গোলের জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনে প্রথম জয় পেলো ভারত। আগের ম্যাচে হেরেছিল তারা কাতারের কাছে। আর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর হারলো এই ম্যাচ।
জামান / জামান
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে
বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার
সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা
ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ
উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের