ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ফটিকছড়ি ইউপি নির্বাচনে জমে উঠছে প্রচারণা


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৩:৩৯

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফটিকছড়ি ১৪ ইউনিয়নের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে ১৪ ইউপির প্রতিটি এলাকায়। মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন কেন্দ্র করে ইউনিয়নগুলোতে প্রতিটি ওয়ার্ড অলিগলি, দোকানের সামনে, ফাঁকা জায়গায়, বাড়ির সম্মুখে ছেয়ে গেছে সাদা-কালো পোস্টারে।

সেই সঙ্গে চলছে প্রত্যেক প্রার্থীর ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। পাশাপাশি ইউনিয়ন ওয়ার্ডে প্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে সর্বত্র। এদিকে ছোট ছোট হ্যান্ডবিল নিয়ে চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থী ও সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। হ্যান্ডবিল বিলির সঙ্গে চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠকও। সেই সঙ্গে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। সাবেক, বর্তমান ও নতুন প্রার্থীরা সবাই উন্নয়নের অঙ্গীকার করে যাচ্ছেন। 

শুধু তাই নয়, অনেকেই আবার বয়স্কদের বুকে জড়িয়ে ধরছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ বাড়ছে। চায়ের স্টল, হোটেলসহ সব জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত গান-ছন্দে প্রার্থীদের নজরকাড়া ভোট প্রার্থনা আর মাইকের আওয়াজে আন্দোলিত এখন অলিগলি। এছাড়া সামাজিক মাধ্যমে চলছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা। গণসংযোগে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, আর যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

এদিকে উপজেলার সবকটি ইউনিয়নেই দলীয় পদ হারানোর তোয়াক্কা না করেই ভোটের মাঠে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন অনেক মনোনয়ন বঞ্চিতরা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন তারা। নৌকার প্রার্থীরা নির্বাচনী সভা করে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। আর স্বতন্ত্র প্রার্থীরা দাবি করছেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিনিয়ত তাদের সমর্থক-কর্মীরা ক্ষমতাসীন প্রার্থী ও কর্মী-সমর্থকদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। তবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তারা। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কেউ কেউ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে নির্বাচনী সহিংসতা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌর সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আন্ডা মার্কেটের পাশে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল আজমের গণসংযোগে ১০/১৫ যুবক লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে আহমদ রহিম (৫০), মুহাম্মদ আফসার (৫০), মুহাম্মদ লােকমান (২২), মুহাম্মদ হেলাল (৪০), মুহাম্মদ নাজিম (৪০) ও ওমর সানি (২০) নামের ৬ ব্যক্তি আহত হয়েছে বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানা যায়। ঘটনায় আহতদের শরীরের বিভিন্ন অংশে ফেটে রক্তাক্ত হতে দেখা গেছে।

অন্যদিকে গত শুক্রবার জাফতনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়ার একটি মিছিলের উপর কিছু দুষ্কৃতিকারী লাঠিসোঁটা,হকিস্টিক নিয়ে হামলা চালিয়ে বাজারের দক্ষিণ পাশে নির্বাচনী অফিস ভাংচুর করে। এঘটনায় সাতজন আহত হয়েছে। আহতরা হলেন-মুহাম্মদ আফাজ (২০), মুহাম্মদ ফরহাদ (২৫), মুহাম্মদ ফাহিম (২৪), নুর উদ্দিন (৩০), মুহাম্মদ নাছির (৩২),অজ্ঞাত পথচারী ও মুহাম্মদ সরােয়ার (৩৭)। এ সময় কয়েকটি মােটরসাইকেল ও একটি সিএনজি ট্যাক্সি ভাংচুর করা হয়। সমিতিরহাট ইউনিয়নে ঘটেছে  ধরনের ঘটনা।

এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার অহরহ অভিযোগ পাওয়া যাচ্ছে। দাঁতমারা ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ জানে আলম এর ব্যানার, পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। দাঁতমারার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃজানে আলম জানান,আমার কোন পোস্টার,ব্যানার লাগাতে পারছি না রাতের আঁধারে সব ছিড়ে ফেলা হচ্ছে।এই বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 
অন্যদিকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা