ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

৬ ও ৭ নভেম্বর দ্বিতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২১ বিকাল ৫:১৬

দ্বিতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট আগামী ০৬ ও ০৭ নভেম্বর-২০২১ অনলাইনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে কটলার ইমপ্যাক্ট এর কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) যৌথভাবে কানাডার রিসেন্টআইএনসি-এর সাথে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

সরকারি বিশিষ্ট ব্যক্তি, মার্কেটিং কনসালটেন্ট, সি-স্যুট নির্বাহী, শিক্ষাবিদ এবং কর্পোরেট নেতারা শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। ইভেন্টের চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র অংশগ্রহণকারীদের সাথে সাম্প্রতিক অন্তদৃষ্টি ভাগ করা নয় বরং ইভেন্ট অংশীদারদের জন্য অর্থপূর্ণ নেটওয়ার্ক এবং ব্যবসায়িক বৃদ্ধি নিশ্চিত করা। ১০০টিরও বেশি দেশের লাখ লাখ দর্শক এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান কটলার ইমপ্যাক্ট এর কান্ট্রি পার্টনার ডঃ আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট এ বক্তব্য রাখবেন।

বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন বিষয় যেমন ভ্যালু ক্রিয়েশন, ওমনি-চ্যানেল স্ট্র্যাটেজি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং আরও অনেক বিষয়ে সাম্প্রতিক মার্কেটিং চর্চা শিখে সুফল পাবে। এএনজি স্থানীয় সংগঠনের জন্য টেকসই ব্যবসায়িক অনুশীলন করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ সেশন এবং সেমিনারের আয়োজন করবে।

একই সময়ে, বিশ্ববিদ্যালয়গুলোর মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ১০০০ এরও বেশি ছাত্র "গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম" এর অধীনে নিবন্ধিত হয়েছে, একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম যা শিক্ষার্থীদের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং শিল্প নেতাদের সাথে নেটওয়ার্ক ব্যবহারিক ভাবে কাজ করতে সহায়তা করে। এছাড়াও বাংলাদেশের শীর্ষ ২৫ টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট এর সাথে যোগ দিয়েছে। এই অংশীদারিত্বের অধীনে, প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ব বিপণন সম্মেলন এবং বাংলাদেশে বৈশ্বিক শিক্ষার প্রতিনিধিত্ব করবে।

এমএসএম / এমএসএম

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা