সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ
সাংবাদিকদের ওপর হামলার পাঁচ দিন অতিবাহিত হলেও হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। ধরা ছোয়ার বাহিরে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় সংবাদ পেয়ে রাজধানীর পল্লবী থানা পলাশ নগরের বেলতলা ১০০ দাগ এলাকায় একটি মাদরাসা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। এতে সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ইউসুফ আহমেদ রক্তাক্ত হন। আহত হয় আরো তিন সাংবাদিক। তারা হলেন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি, দৈনিক বাংলাদেশের আলো সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম ও অনলাইন পোর্টাল জাগো কন্ঠের ক্যামেরা পারসন মো. আলী। ওই ঘটনার হামলাকারী সন্ত্রাসী আজমান ওরফে আজমত ওরফে আজম, মো. হোসেন , রহমান ও নূর হোসেনসহ আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া ও গ্রেফতার দাবি জানিয়েছে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট ও সাংবাদিক নেতারা। এই ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ হলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আয়োজিত এক মানববন্ধনে মামলা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নেতা ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামান লায়েক বলেন,আমরা সংবাদ কর্মি। সংবাদ সংগ্রহ করতে যে কোন জায়গায় যাওয়ার অধিকার আছে। সরকারি জায়গা দখল, মাদ্রাসার জায়গা দখল করছে এসব সন্ত্রাসীরা আর এদের সাপোর্ট করছে পল্লবী থানার ওসি। তার সহোযগিতা না থাকলে কেন তিনি মামলা নিবেননা। আমরা মিরপুরের প্রতিটি থানার সামনে মানববন্ধন করবো। পুলিশ মানুষের বন্ধু না সত্রু তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মিরপুর সম্মিলিত সাংবাদিক সমন্বয়ক ও দৈনিক ইনকিলাব সিনিয়র রিপোর্টার আজিজুল হাকিম বলেন, অনেক সয্য করেছি আমরা, এখন সময় দেওয়ার পালা। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা না নেওয়া হয় তাহলে বৃহত্তর কর্মসূচী দেওয়া হয় বলে তিনি হুসিয়ারি দেন।
দ্য ডেইলি এক্সাম্পল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজান মোল্লা বলেন যেদিন সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে সেইদিন ওই এলাকায় ১৪৪ ধারা জারি ছিল কিনা যদি না থাকে মামলা নিতে পল্লবী থানার ওসি সাংবাদিকদের রাত্রে ওই জায়গায় কেন গেছেন এই প্রশ্ন করার সাহস পায় কিভাবে । তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন সাংবাদিকদের ওপর নির্যাতন থামাতে হবে তা না হলে সাংবাদিকদের কলম পুলিশদের বিপক্ষে চলবে যা দেশ ও জাতির সামনে পুরুষদের সম্মান ক্ষুন্ন হবে ।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি ম চঞ্চল মাহমুদ বলেন, ২৪ ঘন্টার ভিতরে থানায় মামলা না নিলে উপ পুলিশ কমিশনার মিরপুর বিভাগের বরাবর স্মারকলিপি দেওয়া হবে। যদি তাতেও ব্যক্ত ঘটলে পল্লবী থানার সামনে অবস্থান ধর্মঘট দেওয়া হবে।
দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিরুজ্জামান বলেন, ওই দিন রাতে সাংবাদিকদের সাথে যা ঘটেছিল সব ভিডিও ফুটেজ ও তথ্য প্রমাণ আমার কাছে আছে। প্রয়োজন আইন-শৃঙ্খলা বাহিনী আমার সাথে যোগাযোগ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান , দৈনিক সকালের সময় পত্রিকায় স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাজেদুর রহমান (সাজু), এস এম আর শহীদ ,মিরপুর প্রেসক্লাবের এক (অংশের) সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রিপন,সাপ্তাহিক নতুনবার্তা নির্বাহী সম্পাদক মাহাতার ফারাহী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক ইমন, জিএম সোহাগ অনলাইন পোর্টাল জাগো কন্ঠের সম্পাদক মো. আলী মুবিন।
আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক আফজাল হোসেন সুমন, মারুফ হায়দার, মনিরুজ্জামান মনি,আসিফ প্রান্ত,এস এম ইমন,মীর আলাউদ্দিন, সোলাইমান,এটিএম শামসুজ্জামান,আবদুল্লাহ-আল-মাসু
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার