ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাবাকে লাথি মারা সেই শিক্ষক ছেলে চাকরি থেকে বরখাস্ত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৬:২৭

‘যেমন কর্ম-তেমন ফল’ চিরধার্য এই বাক্যটি। বাবাকে লাথি মেরে জেলখানায় বসে শিক্ষক ছেলে সরকারি চাকরির টাকার বাহাদুরি শেষ। পাবনার চাটমোহরে বাবাকে লাথি মেরে কারাগারে থাকা সেই স্কুলশিক্ষক মজনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল হাই স্কুলের ভোকেশনাল শাখার ট্র্রেড ইনস্ট্রাক্টর। বাবাকে শিক্ষিত ছেলের লাথি মারার ঘটনা পত্রপত্রিকায় প্রকাশসহ ফেসবুকে ভাইরাল হওয়ায় ওই শিক্ষক ধিক্কার খান। ঘৃণিত ওই শিক্ষককে বিচারের কাঠগড়ায় তোলার দাবি ওঠে। অবশেষে তার সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো। 

স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বুধবার (৩ নভেম্বর) স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘আপনি চাটমোহর থানার মামলা নং ১৪, তারিখ-১৩/১০/২০২১ ইং,ধারা ৪৪৭/৩২৩/৩০৭/৩৫৯/৫০৬ দঃবিঃ গ্রেফতার হয়ে ১৩/১০/২০২১ ইং তারিখ হতে পাবনা জেল হাজতে আছেন; সেহেতু বিএসআরপার্ট-১ এর ৭৩ নং বিধির ২নং অনুচ্ছেদ মোতাবেক ১৩/১০/২০২১ ইং তারিখ হতে আপনাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।‘

অভিযোগ সূত্রে জানা গেছে, জমি লিখে না দেয়ায় ১২ অক্টোবর শিক্ষক মজনুর রহমান তার বাবা  মোঃ আতাউর রহমানকে তার কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও কিলঘুসি মারেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এ সময় বাধা দিলে তিনি তার বাবাকে প্রকাশ্যে কিলঘুসি ও লাথি মারেন। পরে আশপাশের লোকজন এসে শিক্ষক মজনুকে নিবৃত করেন।

আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন মোঃ আতাউর রহমান চাটমোহর থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই মজনুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বর্তমানে মজনুর রহমান জেলহাজতে। এদিকে বাবাকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম জানান, স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

গত ১৪ অক্টোবর ‘বাবাকে লাথি মারায় শিক্ষক গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল দেশের বিভিন্ন পত্রপত্রিকায়। বরখাস্তের খবরে তাই অনেকে বলছেন,‘ যেমন কর্ম-তেমন ফল।’

জামান / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত