উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রংপুর জেলায় প্রথম ধাপে উদ্বোধন হচ্ছে পাঁচটি মডেল মসজিদ
রংপুর জেলার নবনির্মিত ৫টি মডেল মসজিদ আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় মুজিববর্ষ উপলক্ষে প্রথম ধাপে সারাদেশে ৫০টি মডেল মসজিদের সাথে এসবের উদ্বোধন করবেন। ইতোমধ্যে এসব মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন চলছে মসজিদ উদ্বোধনের আগ মুহূর্তের প্রস্তুতি। নির্মাণ শ্রমিকরা ধোয়া-মোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন।
এই মডেল মসজিদগুলোর মধ্যে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ কাচারীবাজার এলাকায় বিভাগীয় কমিশনার অফিস চত্বরে প্রধান মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। এছাড়া সদর উপজেলার পাগলাপীরে, মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে, পীরগঞ্জ উপজেলার লালদীঘি এবং বদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। রংপুর নগরীর মডেল মসজিদটি অনুমোদিত নকশা অনুযায়ী চারতলাবিশিষ্ট। এর আয়তন প্রায় ৪০ হাজার বর্গফুট। উপজেলা পর্যায়ের মসজিদগুলো হচ্ছে তিনতলাবিশিষ্ট এবং এসবের আয়তন ৩০ হাজার বর্গফুট। এরমধ্যে রংপুর জেলায় রয়েছে ৯টি মসজিদ। প্রথম ধাপে পাঁচটি মডেল মসজিদ উদ্বোধন করা হচ্ছে এবং বাকি চারটি শিগগিরই উদ্বোধন করা হবে বলে রংপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
রংপুরের গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন জানান, মুজিববর্ষ উপলক্ষে এ বছর প্রথম ধাপে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। এ তালিকায় রংপুরের জেলা শহর, সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার মডেল মসজিদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মডেল মসজিদ উদ্বোধন করার পর নামাজের জন্য মসজিদগুলো উন্মুক্ত করা হবে।
নারী-পুরুষদের আলাদা অজু ও নামাজের ব্যবস্থাসহ মক্তব, গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, ইমাম ও হাজীদের প্রশিক্ষণ কেন্দ্র, কনফারেন্স রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। পুরো মসজিদ হবে শিতাতপ নিয়ন্ত্রিত। ইসলামের নামে জঙ্গিবাদ রুখতে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেয়াই এসবের কাজ। ইসলাম যে শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সেই বিশ্বাস ও সংস্কৃতি গড়ে তুলতে প্রত্যেকটি মসজিদ হবে সব থেকে আদর্শ স্থান।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান সাংবাদিকদের জানান, জেলায় মোট নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে প্রথম ধাপে ১০ জুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রংপুরের পাঁচটি মডেল মসজিদের উদ্বোধন করবেন। বাকি চারটিও শিগগিরই উদ্বোধন করা হবে।
এমএসএম / জামান