১৪ বছরেও উপকূলবাসী ভুলতে পারেনি সুপার সাইক্লোন সিডরের তাণ্ডব
সিডরের তাণ্ডবের ১৪ বছর অতিবাহিত হলেও এখনো মন থেকে ক্ষত শুকায়নি উপকূলীয় এলাকার স্বজনহারা মানুষের। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাত ৯টায় পটুয়াখালীর উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় সিডর। কেড়ে নেয় কলাপাড়া উপজেলার সরকারি হিসেবে ৯৪ জন এবং বেসরকারি হিসাবমতে ১০৪ জন মানুষের প্রাণ। আহত হয় ১৬৬৮ জন মানুষ, যাদের মধ্যে ৯৬ জন মানুষ হয়েছে প্রতিবন্ধী। বিধবা হয়েছে ১২ জন নারী। এখনো নিখোঁজ রয়েছে ৮ জন জেলে এবং ১ শিশু। ১২ হাজার ৯০০ বাড়ি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। সেই সাথে আংশিক বিধ্বস্ত হয় ১৪ হাজার ৯২৫টি ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় ৩ হাজার ২০০ জেলে পরিবার।
পটুয়াখালী জেলার দেড় হাজার মসজিদ-মন্দিরসহ ৩৫১টি স্কুল ও কলেজ ক্ষতির মুখে পড়ে। নষ্ট হয়ে যায় প্রায় ৫ লাখ একর ফসলি জমি। বিলীন হয়ে যায় ২৫০ হেক্টর বনাঞ্চল। মারা যায় প্রায় ১৮ হাজার গবাদিপশু। ৪১২টি ড্রেনেজ স্লুইজসহ বিধ্বস্ত হয় কয়েশ কিলোমিটার বেড়িবাঁধ।
সিডরের এতটা বছর অতিবাহিত হলেও কলাপাড়ায় ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। নির্মান হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, সিডরে ক্ষতিগ্রস্থ ৫৪৭৩ পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও আট বছর আগে ৫৪০ পরিবারের জন্য ব্যারাক হাউস নির্মাণ করে দেয়া হয়েছে।
কলাপাড়ায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে উপকূলের বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে বিকাল পাঁচটায় কুয়াকাটা সৈকতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতের স্বরন করে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) নেতৃবৃন্দ। এছাড়াও সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা সৈকতে ‘নিহতদের শ্রদ্ধায় স্মরণ’ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)।
উপজেলার চাকামইয়া ইউপি আল মামুন হাওলাদার জানান, আজও মনে পড়ে সেই দিনের স্মৃতি। বাবা-মাকে নিয়ে সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে মা হাত থেকে ছুটে গিয়ে হারিয়ে যায়। মায়ের স্মৃতি কিছুতেই মন থেকে মোছা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সেদিনের সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এ উপজেলার ৫৬০টি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান করা হয়েছে। অগ্রাধিকারভিক্তিতে কলাপাড়ার অসচ্ছল পরিবারকে গৃহপুনর্বাসন, আবাসন এবং আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে।
এমএসএম / জামান
পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ
শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা
বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি
কুমিল্লায় নিহত র্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা