বারিতে দুটি বৈজ্ঞানিক প্রবন্ধের ওপর সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজেন মঙ্গলবার (১৬ নভেম্বর) দুটি বৈজ্ঞানিক প্রবন্ধের ওপর নিয়মিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বারির সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনার অনুষ্ঠানে ৪আই সক্রান্ত ‘চতুর্থ শিল্প বিপ্লবের কৃষি : বিএআরআই পরিপ্রেক্ষিত‘ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বারির কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মাহবুব এবং ‘Prospects and Challenges of a Robotic Lawn Mower in a Japanese Pear Orchard’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বারির এফএমপিই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাকারিয়া হোসেন।
বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর ছিলেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান। এছাড়া অনুষ্ঠানে বারির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের প্রথম প্রবন্ধে প্রাবন্ধিক জানান, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত আধুনিক প্রযুক্তি বিষয়ক ধারনার সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে দেশের কৃষি খাতকে (ফসল উপখাত) এগিয়ে নিতে/গড়ে তুলতে ইতোমধ্যে কৃষিতে রিমোট সেন্সিং, জিওস্পাশাল মডেলিং, ইন্টারনেট অব থিংস, বায়োইনফরমেটিক্স, ক্রপ সিমুলেশন মডেলিং ইত্যাদিও প্রয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি মেশিন লার্নিং এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জন্য সায়েন্টিফিক কম্পিউটিং (প্রোগ্রামিং/কোডিং) সক্ষমতা অর্জনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমতা চতুর্থ শিল্প বিপ্লবের প্রাণ, যা স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় মূল ভূমিকা পালন করে।
সেমিনারের দ্বিতীয় প্রবন্ধে প্রাবন্ধিক জানান, বিএআরআই কৃষিতে মেশিন লার্নিং এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগের জন্য সায়েন্টিফিক কম্পিউটিং (প্রোগ্রামিং/কোডিং)-এ বিএআরআই বিজ্ঞানীদের সক্ষমতা সৃষ্টি/বৃদ্ধি ও প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া বিএআরআই কৃষিতে স্যাটেলাইট ও ড্রোনভিত্তিক রিমোট সেন্সিং এবং জিওস্পাশাল মডেলিংয়ের প্রয়োগ এবং আইওটিভিত্তিক টেকসই ফসল (প্রিসিশন এগ্রিকালচার) উৎপাদনের সম্ভাব্যতা যাচাইসংক্রান্ত গবেষণা প্রকল্প চলমান রয়েছে, যা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের জন্য উপযুক্ত কৃষি প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করবে।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied