নাটকীয়ভাবে বিশ্বকাপ দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়া
সবার খেলা শেষ। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব লড়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কান ক্যান্ডিডেট মাস্টার লিয়ানানজে দিলশানের সঙ্গে। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পরিবার নিয়ে পায়চারী করছেন। রাজীব জিতে গেলে জিয়ার পরিবর্তে রাজীবই খেলতেন বিশ্বকাপ দাবায়। শেষ পর্যন্ত রাজীব আর জিততে পারেননি। হাসি ফোটে জিয়ার মুখে। ৯ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে জিয়া এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলবেন। রাজীব সাড়ে ৭ পয়েন্ট নিয়ে রানারআপ।
পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর জিয়া তার প্রতিক্রিয়া বলেন, কিছুটা উৎকণ্ঠায় ছিলাম। রাজীব জিতে গেলে সে খেলত বিশ্বকাপ। তাতে আমার অতৃপ্তি থাকত না। আমি চারবার খেলেছি।
জিয়া বিগত রাউন্ডগুলোতে লিডে ছিলেন। আজ (বুধবার) জিতলে আর শেষ পর্যন্ত উৎকণ্ঠায় থাকতে হতো না। ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের সঙ্গে জিয়া সহজেই জিতবেন- এমনটাই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত ক্যান্ডিডেট মাস্টারের সঙ্গে ড্র করেন গ্র্যান্ডমাস্টার।
আজকের ড্র এবং রাজীবের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার বলেন, আমি ড্র করায় কিছুটা নাটকীয়তা তৈরি হয়। আমি কিছুটা সেফ খেলে ড্র করেছি। বেশি ঝুঁকি নেইনি। রাজীব কালো ঘুঁটি নিয়ে খেলছিল ফলে তার ড্রয়ের সম্ভাবনাই ছিল। তারপরও একটু মনের মধ্যে সংশয় ছিল।
জোনাল চ্যাম্পিয়ন হিসেবে জিয়ার সম্ভাবনাই বেশি ছিল এই টুর্নামেন্টে। আজ শেষ রাউন্ডে ড্র করায় অন্তিম মুহূর্তে জেগে ওঠে রাজীবের সম্ভাবনা। রাজীব শেষ রাউন্ডে শ্রীলঙ্কান ২২০০ রেটিংধারী দাবাড়ুর সঙ্গে ড্র করা নিয়ে বলেন, তার রেটিং আমার চেয়ে কম হলেও সে সাদা নিয়ে খেলেছে। সাদা নিয়ে খেলা প্রতিপক্ষ ভুল না করলে ম্যাচ জেতা কঠিন। দুই গ্র্যান্ডমাস্টারের লড়াইটি ড্র হয়েছিল।
এ বছর বিশ্বকাপ দাবায় দুশোর বেশি দাবাড়ু অংশগ্রহণ করবেন। এজন্য বাংলাদেশ থেকে দুজন দাবাড়ু অংশ নিচ্ছেন। ১০০-এর মধ্যে ফিদে র্যাঙ্কিংয়ে থাকা দেশগুলো একজন করে দাবাড়ু বিশ্বকাপ নির্বাচিত করেছেন। ২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে নিয়াজ মোর্শেদ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি খেলবেন আসন্ন রাশিয়া বিশ্বকাপ। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হিসেবে জিয়া তার সঙ্গী হবেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ দাবায় দুজন অংশ নিচ্ছেন।
জামান / জামান
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে
বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার
সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা
ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ
উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের