ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

পাবনায় জামাতা ও তার মা-বোন মিলে পিটিয়ে হত্যা করল বৃদ্ধাকে


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ৪:৫১

পাবনায় জামাতা ও তার মা-বোন মিলে পিটিয়ে হত্যা করল বৃদ্ধা আইরুন নেছাকে (৬০)। জেলার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে তিনি মারা যান। নির্মম ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউনয়নের পাইকপাড়া গ্রামে। ‍এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত বৃদ্ধার জামাইয়ের বোন রেবেকাকে।  

নিহত বৃদ্ধা উপজেলার খানমরিচ ইউনিয়নর হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুুব আলীর স্ত্রী। অভিযুক্ত জামাতা দিনমজুর রবিউল ইসলাম একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বছর চারেক আগে দরিদ্র আইরুন নেছার মেয়ে আদুরি খাতুনের সাথে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল স্ত্রী ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতেই (ঘরজামাই) হিসেবে বসবাস করছেন। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে গত ৮ মাস আগে রবিউল শ্বশুরবাড়িতে স্ত্রী-কন্যাকে রেখে নিজের গ্রামে চলে যান। এরপর থেকে রবিউলের সাথে শ্বশুরবাড়ির আর কোনো যোগাযোগ ছিল না। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) আইরুন নেছা ইউনিয়নের চন্ডিপুর বাজারে হতদরিদ্রদের খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় ১০ টাকা কেজি দরের চাল আনতে গেলে জামাতার সাথে দেখা হয়। এ সময় রবিউলের অনুরোধে শাশুড়ি জামাতার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর আইরুন নেছার সাথে বাকবিতণ্ডা হলে রবিউল, তার মা ও বোন রেবেকা মিলে তাকে নির্মমভাবে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে বৃদ্ধা শাশুড়ির অবস্থা সংকটাপন্ন হলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা মুমূর্ষু হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিতে বলেন। কিন্তু রবিউল ও তার পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ অমান্য করে নিজেদের ইচ্ছামতো বৃদ্ধাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে আইরুন নেছা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মারা যাওয়ার সাথে সাথেই রবিউলসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান। বুধবার (১৭ নভেম্বর) সকালে আইরুন নেছার ছেলে আবু সামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এজাহারভুক্ত প্রধান আসামি রবিউলের বোন রেবেকাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ পার পাবে না বলে জানান ওসি।

এমএসএম / জামান

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন