ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

পাবজি মোবাইল প্রো লিগ দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নশিপ শুরু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১০:৫২

শুরু হতে যাচ্ছে পাবজি মোবাইল প্রো লিগ (পিএমপিএল) এসএ চ্যাম্পিয়নশিপের সিজন ১ । দক্ষিণ এশিয়ার সেরা ১৬ টি গেমিং দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ১০ জুন থেকে ১৩ জুন ২০২১, ৩ দিন চলবে রোমাঞ্চে ভরপুর এই প্রতিযোগিতা।

১৬ টি দলের মধ্যে থাকছে পিএমপিএল এসএ সিজন ৩ ফাইনালস-এর ৯ টি দল, পিএমসিও এইচটিএম-এর ৪ টি দল, পিএমসিও ওয়াইল্ডকার্ড থেকে ২ টি দল এবং পিএমপিএল এসএ সিজন ২ ফাইনালস-এর বিজয়ী দল স্কাইলাইটজ গেমিং।

দর্শকরা এই প্রতিযোগিতাটি পাবজি মোবাইল ই-স্পোর্টস-এর ইউটিউব, ফেইসবুক এবং টুইচ চ্যানেলে উপভোগ করতে পারবেন।

প্রীতি / প্রীতি