সারাদেশে পাওয়া যাচ্ছে বছরের সেরা ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি প্রযুক্তিপ্রেমীদের জন্য তাদের জনপ্রিয় জিটি সিরিজ থেকে নতুন ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২ বাজারে এনেছে। স্মার্টফোন ব্যবহারকারীরা এখন দেশের যেকোনো আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেস থেকে এ ফোনটি কিনতে পারবেন। নিকটস্থ ব্র্যান্ডশপ থেকে কেনার জন্য বিস্তারিত জানতে ভিজিট করুন।
সম্প্রতি অনুষ্ঠিত দারাজের ১১.১১ ক্যাম্পেইনে সর্বাধিক ফাইভ-জি ফোন বিক্রির রেকর্ড অর্জন করেছে রিয়েলমি। জিটি সিরিজ থেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার মাধ্যমে হাই-অ্যান্ড বাজারে প্রবেশ করেছে রিয়েলমি। এ ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর নিও গ্রিন কালার ও ডুয়াল-গ্লাস ব্যাক ডিজাইন সমৃদ্ধ মনোমুগ্ধকর ডিজাইন। দৃষ্টিনন্দন এই ডিজাইন তৈরি করতে প্রকৃতি ও প্রযুক্তির চমৎকার সংমিশ্রণ করা হয়েছে। এ ফোনের উচ্চ-স্যাচুরেশনের নিও গ্রিন কালার এবং পাশে থাকা ব্ল্যাক স্ট্রিপ ব্যবহারকারীদেরকে প্রাণবন্ত একটি অনুভূতি দিবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ও ১২০ হার্টজ ই৪ অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ জিটি নিও ২ ব্যবহারকারীদের দেবে শক্তিশালী পারফরম্যান্সের নিশ্চয়তা। ডাইনামিক র্যাম এক্সপানশন টেকনোলজির মাধ্যমে ৮ জিবি র্যামের সঙ্গে রয়েছে আরও ৫ জিবি বৃদ্ধির সুবিধা। অর্থাৎ মোট র্যাম পাওয়া যাবে ১৩ জিবি। ১৩ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এ ফোনটি নিও গ্রিন কালারে বাজারে পাওয়া যাচ্ছে। স্টেইনলেস স্টিল ভিসি কুলিং প্লাস ও ইন্ডাস্ট্রির প্রথম ডায়মন্ড থার্মাল জেল সমৃদ্ধ এ স্মার্টফোনটি গেমারদের উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে গেমাররা এ ফোনে ঝামেলাবিহীন, নির্বিঘ্নে গেমিং উপভোগ করতে পারবেন। কুলিং প্লাস প্রযুক্তি থাকায় মাল্টি-টাস্কিং ও গেমিংয়ের সময়ও এ ফোনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। পাশাপাশি রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জার। সব মিলিয়ে অলরাউন্ডার ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি নিও ২।
ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন ৩৯ হাজার ৯৯০ টাকায়। বিস্তারিত জানতে ভিজিট করুন -
উল্লেখ্য, রিয়েলমি আগামী তিন বছরের মধ্যে তরুণদের কাছে ১০ কোটি ফাইভ-জি ফোন সরবরাহের লক্ষ্যে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ-জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
এমএসএম / এমএসএম
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
বিশ্বের সবচেয়ে স্লিম ফাইভজি ফোন এখন বাংলাদেশে
বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে
স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে
গুগল ক্রোম বিক্রি করতে হবে না!
সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে
মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা
জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই
বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে
এসিরও হার্ট আছে জানেন কি?