ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

জাঁকজমকভাবে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল পাবনা আইডিইপি


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৪:৫০

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইপি) গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’ শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে আইডিইপির পাবনা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. অতিকুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশল মো. সাইদুল ইসলাম। 

এর আগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আইডিইপি পাবনা জেলা শাখার কর্মকর্তা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

অত্যন্ত জাঁকজমক অনুষ্ঠানের সূচনাকালে শুভেচ্ছা বক্তব্যকালে আইডিইপির প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ড, তাদের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মসূচিসহ বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন আইডিইপির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাইদুল ইসলাম। পরে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়। শান্তির পায়রা মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি উপচার্য ড. রোস্তম আলী আইডিইপির প্রতি সহনভূতি প্রকাশ করে তাদের দাবি-দাওয়ার প্রতি তার সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা বলেন, আ‍ইডিইপির প্রকৌশলীরা অনেক আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে তাদের যাত্রা শুরু করেন। প্রকৌশলীরা সরকারের উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। আইডিইপিকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। কিন্তু কিছু আমলা আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছেন। কারিগরি কুচক্রী আমলারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বক্তারা উপ-সহকারী প্রকৌশলীর পদমর্যাদার দাবি জানান।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের গেঞ্জি ও টুপি প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

এমএসএম / জামান

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন