ব্রাজিলের পর কোপার দল ঘোষণা করল আর্জেন্টিনা

নানা নাটকীয়তার পর বুধবার কোপা আমেরিকার দল ঘোষণা করে ব্রাজিল কোচ তিতে। এবার নেইমারদের একদিন পর দল ঘোষণা করল লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেন দলীয় কোচ লিওনেল স্কালোনি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলতে না পারা গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিকে নিয়ে সংশয়ের দেখা দিলেও শেষ পর্যন্ত ফিরেছেন তিনি। তার সঙ্গে আগের দুই ম্যাচে চোটের কারণে না থাকা লুকাস আলারিওকেও এই স্কোয়াডে রেখেছেন কোচ স্ক্যালোনি।
এদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার জন ফুটবলার। তারা হলেন- হুয়ান ফয়েথ, লুকাস ওক্যাম্পোস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও হোসে পালোমিনোকে । ফলে এদের দর্শক হয়েই দেশের সমর্থন যোগানো ছাড়া মাঠে নামা সম্ভব নয়।
উল্লেখ্য, আগামী সোমবার ব্রাজিলে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের পর্দা উঠছে। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে চিলির মোকাবেলা করবে মেসির দল।
২৮ সদস্যের আর্জেন্টিনার দল:
ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লুকাস মার্তিনেজ, হেরমান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো ‘পাপু’গোমেজ, লিওনেল মেসি, নিকলাস গঞ্জালেজ, লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, আনহেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া, ও লুকাস আলারিও।
প্রীতি / প্রীতি

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক
