ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ঘরেই বানিয়ে ফেলুন সয়া সস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ১১:৪৩

নন-স্টিক প্যানে আধাকাপ চিনি দিয়ে পাতলা করে চারপাশে ছড়িয়ে দিন। অনবরত নাড়তে থাকুক। চিনি গলে ক্যারামেল তৈরি হবে। কফি কালার হয়ে গেলে এক কাপ পানি দিয়ে নেড়ে নিন। দেড় চা চামচ লবণ ও ১ টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে নাড়ুন।

লবণ গলে গেলে ১/৪ কাপ সাদা ভিনেগার দিন। নামানোর আগে ১/৪ চা চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে কয়েকটি বলক তুলে নিন। কাচের বয়ামে সংরক্ষণ করুন সয়া সস।

জামান / জামান