করোনায় মৃত্যু : ৬০ বছর পর্যন্ত কর্মীর পরিবারকে বেতন দেবে টাটা

এবার করোনায় মৃত কর্মীর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে ভারতের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিল। করোনায় প্রতিষ্ঠানটির কোনো কর্মচারীর মৃত্যু হলে তার ৬০ বছর বয়স পর্যন্ত (অর্থাৎ তার অবসরের সময় পর্যন্ত) তার পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেয়া হবে।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিল করোনায় তাদের কোনো কর্মচারীর মৃত্যু হলে তার ৬০ বছর বয়স পর্যন্ত (অর্থাৎ তার অবসরের সময় পর্যন্ত) তার পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেওয়া হবে। সঙ্গে চিকিৎসা ও সবাসসংক্রান্ত যে যে সুবিধা তিনি পেতেন, সবটাই তার পরিবারকেও প্রদান করা হবে। এ ছাড়াও যারা মারা গেছেন, তাদের সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়ভারও গ্রহণ করবে টাটা।
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই ভয়াবহ মহামারির সময় টাটা স্টিল তার প্রিয় কর্মচারীদের মৃত্যুতে শোকার্ত, তাতের এই সময়ে পাশে দাঁড়াতে চায়।
ওই টুইটবার্তায় টাটার পক্ষ থেকে জানানো হয়, একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। আর তাতে করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করবে টাটা স্টিল। শুধু তা–ই নয়, দেশের অন্যান্য বেসরকারি কোম্পানিকেও তারা অনুরোধ জানিয়েছে এভাবেই সবার পাশে দাঁড়ানোর।
ভারতের টাটা গোষ্ঠীর শিল্পপতি রতন টাটা কেবল সাফল্যই নয়, মানবিকতা ও বিনয়ের জন্যও সুপরিচিত। এর আগেও নানা মানবিক উদাহরণের জন্য সমাদৃত তিনি। আবারও সেই দৃষ্টান্ত উপস্থাপন করলেন।
ভারতে করোনার সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই চার হাজারেও বেশি মানুষ মারা যাচ্ছে দেশটিতে। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ২ কোটি ৬০ লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে। টাটায় কর্মরত অনেক কর্মীই আক্রান্ত হয়েছেন করোনায়। মারাও গেছেন অনেকে। এর পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিল টাটা।
এর আগে গত সপ্তাহে আতিথেয়তা কোম্পানি ওয়ো রুমস জানায়, করোনায় মারা যাওয়া তাদের কর্মীদের পরিবারকে আট মাসের বেতন এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য আগামী পাঁচ বছর সহায়তাসহ বিভিন্ন উপায়ে সহায়তা করবে। টুইটে সংস্থার প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়াল বলেন, কোভিডের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, তবে আমি আশা করি যে এই উদ্যোগগুলো যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সমস্যাগুলো সহজ করতে সহায়তা করবে।
শুধু এই কোম্পানি দুটিই নয়; আরও অনেকেই নানাভাবে এগিয়ে আসছে। করোনার ক্ষতি তীব্র আকার ধারণ করায় অনেক সংস্থায় মানবিক হচ্ছে। এই মাসের শুরুর দিকে, গ্লাস প্রস্তুতকারক কোম্পানি বোরোসিল জানায়, কোভিডে মারা যাওয়া কর্মীদের পরবর্তী দুই বছরের জন্য বেতন প্রদান করবে তারা। একটি লিঙ্কডইন পোস্টে বোরোসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রীবর খেরুকা জানান, তার কোম্পানি মারা যাওয়া কর্মীদের সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করবে।
প্রীতি / জামান

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

গাজায় একদিনে নিহত ৮৩, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ৩০০

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি

মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা

ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

ফ্রান্স-যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার

গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০

রাশিয়ায় ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা

‘ঐতিহাসিক সত্য থেকে শিক্ষা নিন’- জাপানকে চীনের বার্তা
